AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nazrul Mancha: নজরুল মঞ্চে অনুষ্ঠানের আবেদন পেলেই সতর্ক হচ্ছেন কাউন্সিলররা

KK Singer Death: রবীন্দ্র সরোবরের কাছে এই প্রেক্ষাগৃহ অনুষ্ঠানের জন্য ভাড়া নিতে চেয়েছিলেন অনেকেই। তবে কেকে-র মৃত্যুর পর নড়েচড়ে বসেছেন কাউন্সিলররা।

Nazrul Mancha: নজরুল মঞ্চে অনুষ্ঠানের আবেদন পেলেই সতর্ক হচ্ছেন কাউন্সিলররা
নজরুল মঞ্চে বাতিল হচ্ছে কলেজ ফেস্ট
| Edited By: | Updated on: Jun 03, 2022 | 10:19 AM
Share

কলকাতা : নজরুল মঞ্চ নিয়ে বিতর্কের জেরে এবার সতর্ক কলকাতা পুরসভার শাসকদলের কাউন্সিলররা। দক্ষিণ কলকাতার বেশ কয়েকজন কাউন্সিলরের কাছে  নজরুল মঞ্চে বার্ষিক অনুষ্ঠানের জন্য় আবেদন জম পড়েছে। সংশ্লিষ্ট ওয়ার্ডের কলেজগুলি এই আবেদন জানিয়েছে। কিন্তু কেকে-র শো নিয়ে যে সব অভিযোগ উঠেছে, তারপর আর ওই মঞ্চে অনুষ্ঠান করার আগে ভাবতে হচ্ছে প্রশাসনকেও। একের পর এক কলেজের বার্ষিক অনুষ্ঠান বাতিল করা হচ্ছে। সুরেন্দ্র নাথ কলেজের ক্ষেত্রে ইতিমধ্যেই চিঠি দিয়ে অনুষ্ঠান স্থগিত রাখার কথা বলা হয়েছে। ফাঁকা মাঠে বার্ষিক অনুষ্ঠান করার কথা বলা হচ্ছে কলেজগুলিকে।

মূলত, শাসক দলের কাউন্সিলরদের অনেকেই বিতর্ক এড়াতে নিজ নিজ ওয়ার্ডের কলেজের ছাত্র সংসদকে বার্তা দিয়ে দিতে শুরু করেছেন। ইনডোর বা ঘেরা জায়গায় অনুষ্ঠান নাকচ করে  দেওয়া হচ্ছে। খোলা মাঠে অনুষ্ঠান করার কথা বলা হয়েছে। সাউথ সিটি কলেজের অনুষ্ঠান হওয়ার কথা ছিল নজরুল মঞ্চে। বিতর্কের জেরে কলেজের অনুষ্ঠান ভবানীপুরের নর্দার্ন পার্কে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

এ দিকে, সুরেন্দ্রনাথ কলেজের অধ্যক্ষকে রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের বিশেষ সচিবের তরফে একটি চিঠি দেওয়া হয়েছে। দু দিনের জন্য নজরুল মঞ্চ বুক করেছিল কলেজ কর্তৃপক্ষ। কিন্তু ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের তরফে জানানো হয়েছে, যে ৭ থেকে ১০ জুন পর্যন্ত রাজ্য সরকারের কর্মসূচী রয়েছে, তাই কলেজের অনুষ্ঠান বাতিল করতে হবে।

বৃহস্পতিবার এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। পরবর্তী ক্ষেত্রে কলজে-বিশ্ববিদ্যালগুলির সঙ্গে এ বিষয়ে কথা বলার হবে বলে জানিয়েছেন তিনি। এ ধরনের অনুষ্ঠান করলে কলেজের তরফে কী ধরনের সতর্ককতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে তা জানানোর জন্য বিশেষ নির্দেশ দেওয়ার কথাও ভাবছে রাজ্য সরকার। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার হয়নি এখনও।

গত মঙ্গলবার সন্ধ্যায় গুরুদাস কলেজের অনুষ্ঠান ছিল। সেখানেই টানা ২ ঘণ্টা গান গেয়েছিলেন কেকে। আর সেই অনুষ্ঠান শেষ হওয়ার কিছুক্ষণ পরই মৃত্যু হয় শিল্পীর। প্রশ্ন উঠেছে নজরুল মঞ্চের পরিবেশ নিয়ে। প্রেক্ষাগৃহে একসঙ্গে ৭০০০ শ্রোতা প্রবেশ করেছিল বলে এসিও কাজ করা বন্ধ করে দিয়েছিল, এমনটাই জানা যাচ্ছে। আর তারপরই এই সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।