AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Arms Recovered: বরানগরে উদ্ধার আগ্নেয়াস্ত্র-কার্তুজ, কী উদ্দেশে অস্ত্র হাতে ঘোরাফেরা? খুঁজছে পুলিশ

Arms Recovered: কয়েকদিন আগেই নিউটাউনে আগ্নেয়াস্ত্র-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। গৌরাঙ্গ থানা এলাকা থেকে বিশ্বজিৎ হালদার নামে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে অস্ত্র।

Arms Recovered: বরানগরে উদ্ধার আগ্নেয়াস্ত্র-কার্তুজ, কী উদ্দেশে অস্ত্র হাতে ঘোরাফেরা? খুঁজছে পুলিশ
অস্ত্র উদ্ধার (ফাইল ছবি)
| Edited By: | Updated on: Apr 06, 2022 | 11:09 AM
Share

বরানগর: বরানগরে উদ্ধার আগ্নেয়াস্ত্র, কার্তুজ। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বরাহনগর থানার পুলিশ বরাহনগর নোয়াপাড়া মেট্রো স্টেশনের সামনে থেকে এক যুবককে গ্রেফতার করা হয়। ধৃতের নাম সোনু হরি। বছর পঁচিশের ওই যুবকের কাছ থেকে একটি ৭ এমএম পিস্তল ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে । সূত্রের আরও খবর, ধৃত দুষ্কৃতী কলকাতার বটতলা থানা এলাকার বাসিন্দা। ওই দুস্কৃতী বরাহনগরে আগ্নেয়াস্ত্র নিয়ে কেন এসেছিল, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। কোথা থেকে সে আগ্নেয়াস্ত্র পেল, সেটাও বিচার্য?সব বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

কয়েকদিন আগেই নিউটাউনে আগ্নেয়াস্ত্র-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। গৌরাঙ্গ থানা এলাকা থেকে বিশ্বজিৎ হালদার নামে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে অস্ত্র।

গোপন সূত্রে খবর পেয়ে, মঙ্গলবার গৌরাঙ্গ নগর এলাকার একটি বাড়িতে হানা দেয় নিউটাউন থানার পুলিশ। সেখান থেকে বিশ্বজিৎ হালদার নামে একজনকে ধরে ফেলে। বাড়িতে তল্লাশি চালিয়ে একটি ওয়ান শাটার বন্দুক ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়। এলাকায় বিশ্বজিতের নামে বেশ কিছু অভিযোগ রয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বিশ্বজিতের সঙ্গে ওই এলাকারই আরও দুই যুবক বিভিন্ন দুষ্কর্মের সঙ্গে জড়িত। বিশ্বজিৎকে জেরা করে তাদের নাম জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। কী কারণে বিশ্বজিৎ বাড়িতে অস্ত্র মজুত করছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। আদৌ এলাকায় বড় কোনও ডাকাতির ছক করছিল কিনা, তা দেখছেন তদন্তকারীরা।

লোহাপুলের সামনে থেকেও আগ্নেয়াস্ত্র-সহ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। শহরে এক আগ্নেয়াস্ত্র কোথা থেকে আসছে, কাদের মাধ্যমে আমদানি হচ্ছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন: কাউন্সিলর খুনে আজ ঝালদায় সিবিআই টিম, নজরে অন্যতম প্রত্যক্ষদর্শীর অস্বাভাবিক মৃত্যুর কেসও

আরও পড়ুন:  আজই কি অনুব্রতর সিবিআই দফতরে হাজিরা? কলকাতার ফ্ল্যাটে বসে কী অঙ্ক কষছেন কেষ্ট?