কলকাতা: রাজ্য পুলিশের এসটিএফের জালে কুখ্যাত আগ্নেয়াস্ত্র পাচারকারি। ধৃতের নাম তপন সাহা। আগ্নেয়াস্ত্র-সহ কুখ্যাত অস্ত্র পাচারকারি তপন সাহাকে সোমবার গ্রেফতার করে রাজ্য পুলিসের এসটিএফ। তাঁর কাছ থেকে দুটি ৭ এমএম পিস্তল এবং দুটি সিঙ্গল শটার পিস্তল উদ্ধার করেছেন তদন্তকারীরা।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, তপনের বাড়ি হাবড়ার মানসে। তাঁকে হাবড়ার মানসের বাড়িতেও তল্লাশি চালান তদন্তকারীরা। তপনকে গোয়েন্দারা দমদম ক্যান্টনমেন্ট স্টেশন এলাকা থেকে গ্রেফতার করে।
প্রসঙ্গত, গত শুক্রবারই কলকাতার এপিসি রোড এলাকা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। ৪টি আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। এর মধ্যে কিছু অটোমেটিক পিস্তল ও একটি দেশি পিস্তল রয়েছে। বাজেয়াপ্ত করা হয় ১৬ হাজার নগদ টাকাও। ধৃতকে শুক্রবার আদালতে পেশ করা হয়েছে।
জয় চৌধুরী নামে ওই ব্যক্তির কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য হাতে পান তদন্তকারীরা। তার ভিত্তিতে আবারও শহর জুড়ে চলে তল্লাশি। তারও আগে অক্টোবর মাসে কার্বাইন উদ্ধার করে পুলিশ। সিঁথির মোড় এলাকা থেকে কার্বাইন উদ্ধার করেন তদন্তকারীরা। গ্রেফতার করা হয় চার জনকে। গোপন সূত্রে অভিযান চালিয়ে এই অস্ত্র উদ্ধার করা হয়। ধৃতদের মধ্যে দু’জন বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছিল। উদ্ধার হয়েছিল জাল টাকাও। এইভাবে বার বার শহর থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় উদ্বেগে প্রশাসনও। তদন্তকারীরা মনে করছেন, অস্ত্র পাচারের ক্ষেত্রে শহরে একটা বড় র্যাকেট কাজ করছে। এই অস্ত্র কোথা থেকে আনা হচ্ছে, কোথায় পাচার করা হচ্ছে, তা জানতে মরিয়া তদন্তকারীরা। পুলিশ মনে করছে, যারা ধরা পড়েছে, তারা কেবল নীচু তলার কর্মী, চাঁইকে ধরতে তাদের কাছ থেকেই তথ্য পেতে চাইছেন তদন্তকারীরা।