কলকাতা: তিলোত্তমা কাণ্ডে এক অভিযুক্তের গ্রেফতারির পর থেকেই উঠে এসেছে কলকাতা পুলিশের এক এএসআই এর কথা। এদিন সিবিআই দফতরে টিভি-৯ বাংলার ক্যামেরা দেখে দৌড় দিতে দেখা গেল সেই অনুপ দত্তকে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল সিবিআই। কিন্তু কেন ক্যামেরা দেখে দৌড় দিলেন তিনি সেই প্রশ্নের উত্তর কিন্তু মিলছে না।
প্রসঙ্গত, যে ব্যারাক থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ সেখানে আগেই চলছে খোঁজ-খবর। কে তাঁকে সেখানে থাকার ব্যবস্থা করে দিয়েছিল সেই প্রশ্নও উঠেছিল। সূত্রের খবর, কলকাতা পুলিশের একটা অংশ স্বীকার করছে অনুপ দত্তই তাঁকে সেখানে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। শোনা যায় তিনি পদে একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর হলেও বাহিনীতে তাঁর যথেষ্ট প্রভাব রয়েছে। কারণ, কলকাতা পুলিশের ওয়েলফেরার কমিটির মিডল র্যাঙ্কের নেতা। একইসঙ্গে প্রথমসারির নেতা তপন মাইতির ঘনিষ্ঠ হিসাবে পরিচিত।
বিরোধীদের অভিযোগ, গত কয়েক বছর ধরে এই পুলিশ ওয়েলফেয়ার কমিটির নেতা বা সদস্যরা শাসকদলের অনুগত হওয়ার কারণে তাঁদের ক্ষমতা বা প্রভাব ভালই রয়েছে বাহিনীতে। অভিযোগ, এই পুলিশ ওয়েলফেয়ার কমিটির মাধ্যমেই নিচুতলার পুলিশ কর্মীদের নিয়ন্ত্রণ করে শাসকদল। সেই জায়গা থেকেই অনুপ দত্তের বাড়বাড়ন্ত হয়েছিল বলে মনে করা হচ্ছে। সে কারণেই ব্যারাকে থাকার অনুমতি মিলেছিল বলে মত অনেকের। একইসঙ্গে আরজি কর মেডিকেল কলেজে সরকারিভাবে পোস্টিং না থাকার পরেও তার অবাধ যাতায়াত ছিল বলে মনে করা হচ্ছে। আর এসবের পিছনেই অনুপ দত্তের হাত ছিল বলে নানা তত্ত্ব উঠে আসছে নানা মহল থেকে। সর্বোপরি ঘটনার পরের দিন যখন সকালেও এই অনুপ দত্তকে ধৃত একাধিকবার ফোন করে বলেও জানা যায়। সেই কল ডিটেলসও হাতে পেয়েছে সিবিআই। তার রেশ ধরেই অনুপ দত্তকে এদিন জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় বলে খবর।