Arup Chakraborty: DYFI ও BJP-র পতাকা নিয়ে হামলা চলেছিল, সেই কারণে CISF মোতায়েন করেছে কোর্ট: TMC মুখপাত্র

শর্মিষ্ঠা চক্রবর্তী | Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 20, 2024 | 5:54 PM

TMC: তৃণমূল মুখপাত্র বলেন, "সুপ্রিম কোর্ট যে কথাগুলো বলেছে, তা সাম্প্রতিক পরিস্থিতিকে মাথায় রেখে। আমরা দেখেছি ১৪ অগাস্ট রাতে DYFI এর পতাকা ও বিজেপির পতাকা নিয়ে পলিটিক্যাল হুলিগানরা তাণ্ডব চালিয়েছে, তাতে খুব স্বাভাবিকভাবেই এই ধরনের প্রোটেকশনের কথা সর্বোচ্চ আদালত বলেছে।" 

Arup Chakraborty: DYFI ও BJP-র পতাকা নিয়ে হামলা চলেছিল, সেই কারণে CISF মোতায়েন করেছে কোর্ট: TMC মুখপাত্র
অরূপ চক্রবর্তী, তৃণমূল মুখপাত্র
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা: আরজি কর মামলার জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। মঙ্গলবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় নির্দেশ দেন, হাসপাতালে ও হস্টেলে নিরাপত্তা নিশ্চিত করতে সিআইএসএফ মোতায়েন করা হবে। এই নিয়ে মুখ খুললেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। কোর্টের নির্দেশে সহমত পোষণ করেছেন তিনি।

তৃণমূল মুখপাত্র বলেন, “সুপ্রিম কোর্ট যে কথাগুলো বলেছে, তা সাম্প্রতিক পরিস্থিতিকে মাথায় রেখে। আমরা দেখেছি ১৪ অগাস্ট রাতে DYFI এর পতাকা ও বিজেপির পতাকা নিয়ে পলিটিক্যাল হুলিগানরা তাণ্ডব চালিয়েছে, তাতে খুব স্বাভাবিকভাবেই এই ধরনের প্রোটেকশনের কথা সর্বোচ্চ আদালত বলেছে।”

এর পাশাপাশি তিনি এও বলেছেন, “তবে সুপ্রিম কোর্ট আরও একটি বিষয় স্পষ্ট করে দিয়েছে, ২৩ তারিখের মধ্যে সিবিআই-কে জানাতে হবে, তদন্তের গতি কী এগল? কারণ পুলিশ তদন্তের ২৪ ঘণ্টার মধ্যে এক জনকে গ্রেফতার করেছিল। কিন্তু সিবিআই-এর তদন্তের গতি শূন্য। কলকাতা পুলিশ যা গ্রেফতার করেছে, তার বাইরে সিবিআই-এর তদন্তের এক ফোঁটা গতি এগোয়নি।”

রাজ্য পুলিশের ভূমিকার ভূয়সী প্রশংসা করে তিনি এও বলেছেন,”আমি রাজ্য পুলিশকে ধন্যবাদ জানাই। তাঁরা যে সংযমী ভূমিকা পালন করেছে। রাজ্য পুলিশের কর্মীরা মার খেয়েছেন, এক মহিলা পুলিশ কর্মীর চোখ নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু তাঁরা কারোর গায়ে হাত দেননি। পুলিশ কখনই সিচুয়েশনকে, আইন-শৃঙ্খলাকে হাতের বাইরে যেতে দেয়নি।”

Next Article