কলকাতা: খোঁজ নেই সন্দেশখালির (Sandeshkhali) বেতাজ বাদশা শেখ শাহজাহানের (Seikh Sahjahan)। এদিকে সময় যত গড়িয়েছে ভয় কাটিয়ে ততই মুখ খুলেছে সন্দেশখালি। এবার প্রতিবাদী সন্দেশখালির মুখ বন্ধ করতে হামলার ছক? উত্তর ২৪ পরগনার জেলা পরিষদ সদস্য উত্তম সর্দারের ভয়েস ক্লিপ ঘিরে শোরগোল। তাঁর একটি ভয়েস ক্লিপ সামনে এনেছেন শুভেন্দু অধিকারী। যদিও সেই ভয়েস ক্লিপের সত্যতা যাচাই করেনি টিভি-৯ বাংলা। ওই ভয়েস ক্লিপে তৃণমূল নেতা বলছেন একটা গ্রামে তিন দিক থেকে ঘিরে আক্রমণ করতে হবে। ২০ থেকে ২৫ টা ছেলেকে তুলে নিয়ে এসে ট্রিটমেন্ট করা হবে বলছেন উত্তম।
এই বিষয়টি দেখার জন্য ডিজিপি আর বসিরহাট জেলা পুলিশ সুপারকে আর্জি শুভেন্দু অধিকারীর। যদি এই ভয়েস রেকর্ড সঠিক হয় তবে ব্যবস্থা নিতে হবে স্পষ্ট বক্তব্য শুভেন্দু অধিকারীর। একইসঙ্গে বিরোধী দলনেতা ওই এলাকায় ২০১৯ সালের জুন মাসে হওয়া ঘটনা উল্লেখ করেছেন। যে ঘটনায় এখনও তিন বিজেপি কর্মী নিখোঁজ। এই উত্তম সন্দেশখালিতে ইডির উপর হওয়া হামলায় সঙ্গে যুক্ত। সেই সঙ্গে তফশিলি জাতি ও উপজাতিদের জমি দখলে শাহজাহান এই ঘনিষ্ঠ উত্তমের ভূমিকা ছিল দাবি শুভেন্দু অধিকারীর। তাঁর অডিয়ো ক্লিপ সামনে আসতেই তা নিয়ে চাপানউতোর শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ও শুক্রবার সন্দেশখালির মাটিতে যে আন্দোলন সংঘটিত হয়েছে সেই খবর সম্প্রচার করেছিল টিভি-৯ বাংলা। সন্দেশখালির লোকজন শিবু হাজরা, উত্তম সর্দার কীভাবে তাঁদের জমি দখল করে মাছের ভেড়ি তৈরি করেছেন, পোলট্রি ফার্মে আমফানের ত্রিপল ব্যবহারের বিরুদ্ধে সরব হয়েছিলেন। অভিযোগ জানানোর সময় সকলের চোখেমুখেই ছিল আশঙ্কার ছাপ। কেউ কেউ রাতেই হামলার আশঙ্কা করেছিলেন। তারমধ্য়েই অডিয়ো ভাইরাল হতেই শুরু নতুন চাপানউতর। যদিও উত্তম সর্দার বলছেন, “আমার বক্তব্য ভুলভাবে রেকর্ড করা হয়েছে। সিপিএম-বিজেপি চক্রান্ত করছে।”