Loksabha Election: ‘২৪-এর নির্বাচনে এবার কৃত্রিম মেধার সাহায্য নিচ্ছে কমিশন, কেন জানেন?

Shrabanti Saha | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 03, 2024 | 1:11 PM

Election Commission: এবারে মানুষের নজরদারির ওপর দিয়ে চলবে প্রযুক্তি। কমিশন সূত্রের খবর,  চব্বিশের লোকসভা ভোটে যে সমস্ত বুথে ওয়েব কাস্ট হবে, সেখানে ব্যবহার করা হবে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি।

Loksabha Election: ২৪-এর নির্বাচনে এবার কৃত্রিম মেধার সাহায্য নিচ্ছে কমিশন, কেন জানেন?
নির্বাচন কমিশন
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। এবারের লোকসভা নির্বাচনেও  থাকছে AI প্রযুক্তির ব্যবহার। বুথ জ্যাম, ছাপ্পা ভোট রুখতে লোকসভা নির্বাচনে আসছে   আর্টিফিশিয়াল ইন্টেলজেন্স অর্থাৎ AI প্রযুক্তি। যে সব বুথে ওয়েব কাস্ট হবে সেখানে ব্যবহার করা হবে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স।ইতিমধ্যেই ওয়েব কাস্টিং নিয়ে ই-টেন্ডার ডেকেছে নির্বাচন কমিশন। এর আগে ওয়েবকাস্ট নিয়ে একাধিক অভিযোগ ওঠে। এবার তাই সরাসরি AI প্রযুক্তিতে ভরসা রাখতে চলেছে কমিশন।

AI এমন প্রযুক্তি, যাতে বহু মানুষের কাজ হয়ে যায় আরও নিখুঁতভাবে, অতি দ্রুত। এই প্রযুক্তি নানা ক্ষেত্রেও ব্যবহার করা হচ্ছে। এবারে তা লোকসভা নির্বাচনে। প্রতি নির্বাচনেই বুথ জ্যাম, ছাপ্পা ভোট এই শব্দগুলো খুবই মাথাব্যথার কারণ হয়ে ওঠে কমিশনের কাছে। প্রতি কেন্দ্রে, বিশেষ করে স্পর্শকাতর বুথগুলিতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়। কিন্তু তারপরও এই ধরনের অভিযোগ ওঠে।

এবারে মানুষের নজরদারির ওপর দিয়ে চলবে প্রযুক্তি। কমিশন সূত্রের খবর,  চব্বিশের লোকসভা ভোটে যে সমস্ত বুথে ওয়েব কাস্ট হবে, সেখানে ব্যবহার করা হবে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি।

জানা যাচ্ছে, চলতি সপ্তাহের রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে এ বিষয়ে দফায় দফায় বৈঠক হয়েছে। ইতিমধ্যেই ওয়েব কাস্ট নিয়ে ই-টেন্ডার ডেকেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের আধিকারিকরা মনে করছেন, AI দিয়েই বুথ জ্যাম, ছাপ্পা ভোট এই সব কিছুই অত্যন্ত সূক্ষ্মভাবে রোখা সম্ভব হবে।

তবে বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, AI প্রযুক্তির অনেক ভাল দিক রয়েছে, তবে অনেক খারাপ দিকও রয়েছে। সেক্ষেত্রে সেই ফল নির্বাচনী প্রক্রিয়ায় পড়বে না তো, সে প্রশ্নও থেকে যায়।

Next Article