Avalanche In Sikkim: সিকিমে তুষারধসে মৃতদের মধ্যে বাংলার ২

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Apr 05, 2023 | 12:45 AM

Avalanche In Sikkim: এদিনের ঘটনার পর ৩০ জন পর্যটককে উদ্ধার করে গ্যাংটকের এসটিএনএম হাসপাতাল এবং সেন্ট্রাল রেফারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Avalanche In Sikkim: সিকিমে তুষারধসে মৃতদের মধ্যে বাংলার ২
তুষারধস

Follow Us

গ্যাংটক : ছাঙ্গু লেকে ভয়াবহ বিপর্যয়ে মৃত্যু হল একাধিক পর্যটকের। তুষার ধসের জেরে ওই দুর্ঘটনা ঘটে মঙ্গলবার। ঘটনার পর যখন উদ্ধার কাজ চলছিল, তখন ফের বিপর্যয় নেমে আসে। তাতে আরও বেশ কয়েকজন নিখোঁজ হয়ে যানছে বলে সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে। এখনও পর্যন্ত মোট ৭ জনের মৃত্যুর খবর সামনে এনেছে সেনাবাহিনী। তার মধ্যে ২ জন বাংলার বাসিন্দা বলে জানা গিয়েছে।

সেনাবাহিনীর তরফ থেকে প্রকাশ করা তালিকা অনুযায়ী, মৃতদের নাম, শিব প্রসাদ লামিচানে, আশিকা ঢাকাল, বাল সিং, রেবয়া সিং, সৌরভ রায় চৌধুরী, প্রীতম মাইতি ও মুনা শাহ শ্রেষ্ঠা। রাতের অন্ধকার নেমে আসায় উদ্ধারকাজ বন্ধ রাখতে বাধ্য হয় সেনাবাহিনীর তরফে। ইতিমধ্যে বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে বলে সরকারিভাবে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

এদিনের ঘটনার পর ৩০ জন পর্যটককে উদ্ধার করে গ্যাংটকের এসটিএনএম হাসপাতাল এবং সেন্ট্রাল রেফারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আরও অন্তত ১৫০ জনেরও বেশি পর্যটক ১৪ মাইল এবং ১৫ মাইল এলাকার মাঝে আটকা পড়েন বলে জানা যায়। বর্তমানে ভারতীয় সেনাবাহিনী, বর্ডার রোড অর্গানাইজেশন, সিকিম পুলিশ, সিকিমের ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন, পর্যটন বিভাগের কর্মকর্তারা এবং স্থানীয় চালকরা – যৌথভাবে উদ্ধারকাজ চালায়।

প্রাকৃতিক সৌন্দর্যের কারণে চিন সীমান্তবর্তী নাথুলা পাস অত্যন্ত জনপ্রিয় পর্যটনস্থল। আকস্মিক তুষারধস নামায় জওহরলাল নেহরু সড়কের উপরও আটকে পড়েন বহু পর্যটক। বুধবার সকাল থেকে ফের চলবে উদ্ধারকাজ।

 

Next Article