কলকাতা: ঐতিহ্য ও ইতিহাসের সাক্ষী কলকাতার (Kali Puja in Kolkata) পাথুরিয়াঘাটা ব্যায়াম সমিতির বড় কালী। ৯৫ বছর পেরিয়ে ৯৬ তথা শতবর্ষের দিকে গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে এই পুজো। উত্তর ২৪ পরগনার নৈহাটি বড় মা বাদ দিলে রাজ্যের কালীপুজোর ইতিহাসে এই পাথুরিয়াঘাটার বড় কালীর কথা বারবার শোনা যায়। যার সঙ্গে জড়িয়ে আছে স্বাধীনতা ও স্বদেশী আন্দোলনের ইতিহাস।
জানা যায়, এই পুজোর সূচনা হয় ১৯২৮ সালে। শুরু হয়েছিল রঘু ডাকাতের শিষ্য বলে খ্যাত লাঠিয়াল অতুল কৃষ্ণ ঘোষের হাত ধরে। বাঘা যতীন, নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গেও ছিল এই পুজোর যোগ। ১৯৩০ সালে এই পুজোর সভাপতি হন নেতাজি। সেই সময় কলকাতা পুরনিগমের মেয়রের দায়িত্বেও ছিলেন তিনি। শোনা যায়, সেকালের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত স্বদেশীরা নাকি শক্তির সাধনা করতেন। শক্তির অধিষ্ঠাত্রী দেবী মা কালীর পূজা সূচনা সেই কারণেই বলে মনে করেন অনেকে।
এখানে মাতৃ প্রতিমার উচ্চতা ৩২ ফুট। মায়ের হাতে যে খড়্গ রয়েছে তার দৈর্ঘ্য প্রায় ৬ ফুটের কাছাকাছি। নর মুণ্ড যা মায়ের হাতে থাকে তার দৈর্ঘ্য ৩ ফুটের কাছাকাছি। সব মিলিয়ে সোনা ও রুপোর অলঙ্কার প্রায় ৭৫ কিলোর কাছাকাছি। এখানে আবার নিরঞ্জনের শোভাযাত্রার সময় অলঙ্কার পরিয়েই নিয়ে যাওয়া হয় কালীকে।