কলকাতা: চাল বণ্টনের ক্ষেত্রে ধান কিনে ভুয়ো কৃষকদের নামে অ্যাকাউন্ট খুলে নিজের আত্মীয় পরিজন এবং ঘনিষ্ঠদের নামে অ্যাকাউন্ট খুলে কোটি কোটি সরকারি টাকা সরিয়েছেন বাকিবুর (Bakibur Rahman)। সূত্রের খবর এমনই। ইতিমধ্যেই জেরায় বাকিবুরের থেকে এই তথ্য পেয়েছেন তদন্তকারীরা। সূত্রের খবর, এই সব ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির সবটাই নিয়ন্ত্রন করতেন বাকিবুর নিজেই। রেশন দুর্নীতির তদন্তে শুরুতে গ্রেফতার হয়েছেন এই বাকিবুরই। তাঁর সঙ্গে রাঘব-বোয়ালদের যোগের তত্ত্বও সামনে এসেছে। কারা এইসব বড় মাথা তা নিয়ে জল্পনা চলছে।
সূত্রের খবর, চাল কেনাকে কেন্দ্র করে সরকারি টাকা লেনদেন হয়েছে, এমন বহু ভুয়ো অ্যাকাউন্টের হদিস পেয়েছেন গোয়েন্দারা। বিগত কয়েকদিন ধরেই রেশন দুর্নীতিকাণ্ডের তদন্তে নতুন করে গতি বাড়িয়ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জোরকদমে চলছে জেরা। সোমবার ইডি হেফাজত শেষ হচ্ছে প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। তার আগে আরও নতুন তথ্য তাঁর কাছ থেকে পাওয়া যায় কি না সেই চেষ্টাই করছেন ইডি-র তদন্তকারীরা। খবর এমনই।
অন্যদিকে জ্যোতিপ্রিয় মল্লিক আবার বাকিবুর রহমানের থেকে ৯ কোটি টাকা ঋণ নিয়েছিলেন বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, জ্যোতিপ্রিয়কে জেরায় এই তথ্য পেয়েছেন ইডির তদন্তকারী আধিকারিকেরা। দাবি, নিজের মুখে এ কথা স্বীকারও করেছেন জ্যোতিপ্রিয়। যদিও এই বাকিবুরকেই আবার চিনতেন না বলে শুরুতে দাবি করেছিলেন বালু। শুরু থেকেই তাঁর একটাই দাবি, তাঁকে ফাঁসানো হয়েছে। বিজেপি এবং বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁকে ফাঁসিয়েছেন বলে অভিযোগ করেন।