Baguiati Arrest: কর্মীর গোপন ছবি ফাঁস করিয়ে দেওয়ার নাম করে লক্ষাধিক টাকার প্রতারণা, গ্রেফতার বেসরকারি সংস্থার কর্মী

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 31, 2022 | 5:23 PM

Baguiati Arrest: গত ২০২১ সালের এপ্রিল মাস থেকে এই মহিলাকে কাজ থেকে সরিয়ে দেওয়ার জন্যে প্রস্তুতি শুরু করেন ওই ব্যক্তি। সেই সময় ছবি এবং ক্রেডিট কার্ড গুলি ফেরত চান ওই মহিলা।

Baguiati Arrest: কর্মীর গোপন ছবি ফাঁস করিয়ে দেওয়ার নাম করে লক্ষাধিক টাকার প্রতারণা, গ্রেফতার বেসরকারি সংস্থার কর্মী
গ্রেফতার অভিযুক্ত

Follow Us

কলকাতা: গোপন মুহূর্তের ছবি ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগ। গ্রেফতার একটি বেসরকারি সংস্থার মালিক। অভিযুক্তকে গ্রেফতার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। চলতি বছর এপ্রিল মাসের ১৪ তারিখ বরানগরের বাসিন্দা ৩৫ বছরের এক মহিলা বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন যে তিনি বাগুইহাটি এলাকার একটি সংস্থায় ২০১০ সাল থেকে কাজ করতেন। সেই কাজের সূত্র ধরেই ওই সংস্থার কর্ণধার ৪৩ বছর বয়সের ওই ব্যক্তির সঙ্গে তাঁর সম্পর্ক তৈরি হয়। মহিলার বয়ান অনুযায়ী, সেই সম্পর্ক চলাকালীন বেশ কিছু গোপনীয় মুহূর্তের ছবি ক্যামেরাবন্দি করেন ওই ব্যক্তি। এরপরই ওই মহিলাকে সোশ্যাল মিডিয়ায় সেই ছবি প্রকাশ করে দেওয়ার ব্ল্যাকমেল করে ৮টি ক্রেডিট কার্ড তৈরি করান অভিযুক্ত। তবে প্রতিটি ক্রেডিট কার্ডে নিজের ফোন নম্বর নথিভুক্ত করান অভিযুক্ত।

গত ২০২১ সালের এপ্রিল মাস থেকে এই মহিলাকে কাজ থেকে সরিয়ে দেওয়ার জন্যে প্রস্তুতি শুরু করেন ওই ব্যক্তি। সেই সময় ছবি এবং ক্রেডিট কার্ড গুলি ফেরত চান ওই মহিলা। তবে সেই কার্ড এবং ছবি মহিলাকে ফেরত না দিয়ে তাঁকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।

এরপরই ৮টি ক্রেডিট কার্ড থেকে ১৫ লক্ষ টাকা তুলে নেন অভিযুক্ত। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে বিধাননগর সাইবার ক্রাইম থানার দারস্থ হন মহিলা। এরপরই তদন্ত শুরু করে গতকাল বাগুইআটি এলাকার ওই অফিসে হানা দেয় সাইবার ক্রাইম থানার পুলিশ। সেখান থেকে বড়বাজারের বাসিন্দা ওই ব্যক্তিকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, এই অভিযুক্ত পরবর্তীতেও অন্য মহিলা কর্মীদের সঙ্গেও বাজে ব্যবহার করতেন। মঙ্গলবার অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হয়। পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়। আর কোন মহিলাকে এই প্রতারণা চক্রের ফাঁদে ফেলেছিলেন এই অভিযুক্ত, সেই বিষয়ে তদন্ত শুরু করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।  পুলিশ ভ্যানে তোলার আগে অভিযুক্ত হাসতে হাসতে বললেন, “দাদা আমি কোনও ক্রাইম করি নি, আমার ছবি তুলতে হবে না।” তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

Next Article