Explained: ১০০ ঘণ্টার বালি ব্রিজ অপারেশন- বদলে গেল ডানকুনি লাইনের খোলনলচে, কী কী কাজ হল?

Jan 31, 2025 | 3:35 PM

Railway: চারদিন ধরে হয়রানির মুখে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। তবে ওই সময়ের মধ্যে ডানকুনি লাইনে অনেক কিছু বদলে দিয়েছে রেল।

Explained: ১০০ ঘণ্টার বালি ব্রিজ অপারেশন- বদলে গেল ডানকুনি লাইনের খোলনলচে, কী কী কাজ হল?
Image Credit source: GFX- TV9 Bangla

Follow Us

শিয়ালদহ ডিভিশনের ডানকুনি লাইনে ১০০ ঘণ্টা ধরে বন্ধ ছিল ট্রেন চলাচল। বন্ধ ছিল বালি ব্রিজের একাংশও। প্রায় ৪ দিন ধরে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে সাধারণ মানুষ তথা নিত্যযাত্রীদের। রেলের তরফে জানানো হয়েছিল রেললাইনের মধ্যে থাকা ব্রিটিশ আমলের একটি ব্রিজ মেরামত করতেই বন্ধ করা হয় রেল লাইন। ওই কয়েকদিন নিত্যযাত্রীদের সমস্যা হলেও ঠিক ১০০ ঘণ্টা পরই খুলে দেওয়া হয়েছে রেলপথ ও সেতু। আবার আগেই মতোই স্বাভাবিকভাবে চলছে ট্রেন। কিন্তু মাঝের এই কয়েক ঘণ্টায় বদলে ফেলা হয়েছে অনেক কিছুই। ১০০ ঘণ্টা ‘ব্লক’ করা হলেও, আদতে কাজ হয়েছে ৯৬ ঘণ্টা। ৯৬ ঘণ্টায় ঠিক কী কী কাজ হল- কার্যত ডানকুনি লাইনের খোল-নলচে বদলে ফেলা হয়েছে ৯৬ ঘণ্টায়। রেল লাইনের পাথর থেকে শুরু করে সিগন্যালিং সিস্টেমের ব্যাটারি, সব বদলে একেবারে ঝাঁ চকচকে করে ফেলা হয়েছে গোটা লাইন। রেল বলছে, যাত্রীরা যাতে নিশ্চিন্তে-নিরাপদে যাতায়াত করতে পারেন, তার সব ব্যবস্থাই করে ফেলেছে রেল। পাতা হল লাইন, মেরামতি ক্রসিং-জয়েন্টের  রেলের ভাষায় বলা হচ্ছে ‘ডিপ ক্লিন’। রেল ট্র্যাকের প্রায় সাড়ে তিন কিলোমিটার অংশ...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন
Next Article