Bangladesh: ‘জেগে উঠুন, হিন্দুরা বিপন্ন!’, এবার হস্তক্ষেপের আর্জি রাষ্ট্রপুঞ্জের কাছে
Bangladesh: রাধারমন যে ভিডিয়ো শেয়ার করেছেন, তাতে দেখা যাচ্ছে এক ব্যক্তি। তিনি কাঁদছেন। সেই ব্যক্তি নিজেকে সুনীল সরকার বলে পরিচয় দিয়েছেন। তিনি দাবি করেছেন, তিনি ইসকনের সদস্য। সোমবার রাতে ঢাকার উত্তরাতে তাঁর ওপর হামলা হয়েছে। তাঁর মাথা ফেটে গিয়েছে। তিনি চিকিৎসাধীন।

রাধারমন যে ভিডিয়ো শেয়ার করেছেন, তাতে দেখা যাচ্ছে এক ব্যক্তি। তিনি কাঁদছেন। সেই ব্যক্তি নিজেকে সুনীল সরকার বলে পরিচয় দিয়েছেন। তিনি দাবি করেছেন, তিনি ইসকনের সদস্য। সোমবার রাতে ঢাকার উত্তরাতে তাঁর ওপর হামলা হয়েছে। তাঁর মাথা ফেটে গিয়েছে। তিনি চিকিৎসাধীন। কিছুটা সুস্থ বোধ করে তিনি সমাজমাধ্যমে একটি লাইভও করে গোটা পরিস্থিতির বর্ণনা দেন। আক্রান্ত ব্যক্তি বলেন, “এত্তগুলো ছেলে এসে মারল। কিছু হলেই বলে দেশ ছেড়ে চলে যা। কেন দেশ ছেড়ে যাব? এই দেশ কি আমাদের নয়? আমরা কি কোনও বিচার পাব না? আমার অভিযোগও নিচ্ছে না পুলিশ। তাহলে কোথায় যাব?” তিনি অভিযোগ করেছেন, মৌলবাদীরাই তাঁর ওপর হামলা চালিয়েছে।
যদিও বাংলাদেশ পুলিশের তরফে দাবি করা হয়েছে, পারিবারিক বিবাদের জেরেই তাঁর ওপর হামলা হয়েছে। এর সঙ্গে মৌলবাদের কোনও সম্পর্ক নেই। ঠিক এই বিষয়টিই শেয়ার করেছেন রাধারমন। রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপ দাবি করেছেন তিনি।
প্রসঙ্গত, সোমবারই ভারতের বিদেশ সচিব ঢাকা সফর করেছেন। কিন্তু তারপরও এই ধরনের ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। পরিস্থিতির কথা উল্লেখ করে রাষ্ট্রপুঞ্জের কাছে আর্জি জানিয়েছেন কলকাতা ইসকনের কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। তিনি বলেন, “যতক্ষণ না গ্রেফতার করা হচ্ছে, কী করে বুঝব কোনও পদক্ষেপ করা হচ্ছে। এবার অ্যাকশন নিতে হবে। ”

