Bansdroni Fire: আগুন ছড়াল পাশের আবাসনেও, ভাঙল পাশের বাড়ির জানালার কাচ, বাঁশদ্রোণীতে হাহাকার ফ্ল্যাটের বাসিন্দাদের

Susovan Bhattacharya | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Apr 11, 2023 | 1:16 PM

Bansdroni Fire: বটতলায় একটি কাঠের গুদামে বিধ্বংসী আগুন লেগেছে। ঘটনাস্থলে রয়েছে দমকলের ১৫টা ইঞ্জিন।

Bansdroni Fire: আগুন  ছড়াল পাশের আবাসনেও, ভাঙল পাশের বাড়ির জানালার কাচ, বাঁশদ্রোণীতে হাহাকার ফ্ল্যাটের বাসিন্দাদের
বাঁশদ্রোণীতে কাঠের গুদামে আগুন

Follow Us

কলকাতা: বাঁশদ্রোণীতে ভয়াবহ আগুন। বটতলায় একটি কাঠের গুদামে বিধ্বংসী আগুন লেগেছে। ঘটনাস্থলে রয়েছে দমকলের ১৫টা ইঞ্জিন। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। পাশের ফ্ল্যাটেও আগুন ছড়িয়ে পড়ছে। কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। দমকল কর্মীদের পাশাপাশি, স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর চেষ্টা করছেন।
KEY HIGHLIGHTS

  1. বটতলায় পাশাপাশি দুটি কাঠের দোকান রয়েছে। পিছনেই তাদের গুদামঘর। জানা যাচ্ছে, সকালে কাঠের দোকানে কাজ করছিলেন চার পাঁচ জন শ্রমিক। আমকাই একটি দোকানে আগুন ধরে যায়। প্রাথমিকভাবে কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু তা বাড়তে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। দমকল কর্মীরা কর্মীদের সুস্থ অবস্থায় বার করে আনেন। কিন্তু ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে গুদামে। বাড়তে থাকে ইঞ্জিনের সংখ্যাও
  2. গুদামটি তৈরি টিনের দেওয়ালে। সেক্ষেত্রে একে কাঠ, আর টিনের বাধা ভেদ করে আগুনের উৎসস্থল পর্যন্ত জল পৌঁছতে অসুবিধা হতে থাকে। আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। ওই এলাকায় এমনিতেই ঘিঞ্জি। পাশাপাশি একাধিক বহুতল রয়েছে। আগুন ছড়িয়ে পড়তে থাকে পাশের ফ্ল্যাটেও।
  3. মাঝেমধ্যেই গুদামের ভিতর থেকে আগুনের হলকা বেরিয়ে আসছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, দমকলের ১৫টি ইঞ্জিন আগুন  নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। নির্মীয়মান একটি বহুতলেও আগুন ছড়়িয়ে পড়েছে। অন্যান্য আবাসন থেকেও বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। কালো ধোঁয়ায় গোটা এলাকা ঢেকে গিয়েছে।
  4. তবে দমকলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন এক স্থানীয় বাসিন্দা। তিনি বলেন, “প্রথমে দমকলের দুটি ইঞ্জিন আসে। কিন্তু প্রথমে জল ছিল না। প্রথমে দমকল অবহেলা করেছে। ঢিলেমি দিয়েছে কাজে। প্রথম থেকেই তৎপরতার সঙ্গে কাজ করলে আগুন এত বাড়ত না।” দমকলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন আবাসিকরাও।</li>
  5. স্থানীয় এক বাসিন্দা বলেন, “আমরা প্রথম থেকেই জল এনে আগুন নেভানোর চেষ্টা করছিলাম। দমকল এল, কিন্তু জল ছিল না। কাজে ভীষণ ঢিলেমি দিয়েছে। প্রথম থেকে কাজ করলে আগুন এক ঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণে আসত।”
  6. ঘটনাস্থল পরিদর্শন করতে যান মন্ত্রী অরূপ বিশ্বাস। দমকল আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি।
  7. আগুনের তীব্রতায় ভাঙছে পাশের বাড়ির কাচ। পাশের বাড়ির এক মহিলা ভয়ে কাঁদছেন। তিনি বলেন, “আগে আমাদের ফ্ল্যাট পর্যন্ত এসে পৌঁছয়নি। তারপর বারান্দায় আগুন ধরে যায়। আমার সব গাছগুলো পুড়ে গিয়েছে। জামাকাপড় পুড়ে গিয়েছে।”
Next Article