Bayron Biswas TMC Joining: টাকায় না পেরে ডান্ডা দেখিয়ে কংগ্রেসের গরম ‘আয়রন’-কে নরম করল জোড়া ফুল, মন্তব্য অধীরের

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

May 29, 2023 | 4:14 PM

Adhir Chowdhury: সোমবার পশ্চিম মেদিনীপুরের ঘাটালে 'তৃণমূলের নবজোয়ার' কর্মসূচি থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন তিনি। ফলত, পঞ্চায়েত ভোটের আগে বাম-কংগ্রেস শিবির যে ধাক্কা খেল তা বলাই যায়। যদিও দলনেতা অধীর চৌধুরীর দাবি, বাইরনকে ভয় দেখিয়ে বা প্রলোভন দেখিয়েই এই দলবদল করানো হয়েছে।

Bayron Biswas TMC Joining: টাকায় না পেরে ডান্ডা দেখিয়ে কংগ্রেসের গরম আয়রন-কে নরম করল জোড়া ফুল, মন্তব্য অধীরের
অধীর চৌধুরীর প্রতিক্রিয়া

Follow Us

কলকাতা: বিধানসভায় আবারও ‘শূন্য’ কংগ্রেস (Congress। কারণ সাগরদিঘির উপনির্বাচনে জেতার তিনমাসের মধ্যেই হাত ছাড়লেন প্রাক্তন কংগ্রেস নেতা বাইরন বিশ্বাস। সোমবার পশ্চিম মেদিনীপুরের ঘাটালে ‘তৃণমূলের নবজোয়ার’ কর্মসূচি থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন তিনি। ফলত, পঞ্চায়েত ভোটের আগে বাম-কংগ্রেস শিবির যে ধাক্কা খেল তা বলাই যায়। যদিও দলনেতা অধীর চৌধুরীর দাবি, বাইরনকে ভয় দেখিয়ে বা প্রলোভন দেখিয়েই এই দলবদল করানো হয়েছে।

অধীর চৌধুরী বলেন, “নির্বাচনে জেতার পর স্বাভাবিকভাবেই কংগ্রেসের এই একজন প্রতিনিধিকে হয় ভয় দেখানো নয়ত প্রলোভন দেখানো হয়েছে। তৃণমূল হয় প্রথমে টাকার অফার করে। হয় গাজর দেখায় নয়ত ডান্ডা দেখায়। যখন তৃণমূল বাইরনকে গাজর দেখিয়েছিল তখন বাইরন বলেছিল আমিই আপনাদের কিনে নেব। এরপর তৃণমূলের মনে হল ওকে ভয় দেখাও। ওর কাছে হুমকি ফোন যাচ্ছিল। সেই কারণেই ও যোগদান করেছে। এর মধ্যে কোনও অনিয়ম নেই।”

যদিও বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যর মত ভিন্ন। তিনি বলেন, “বাইরন চলে যাবে তার আশঙ্কা ছিলই। স্পীকারকেও সেটা বলেছিল। এই ধরনের বিশ্বাসঘাতকতা অন্যায়। তৃণমূল কংগ্রেসকে দাম দিতে হবে। ওকে প্রার্থী করা ভুল হয়েছে। কিন্তু তখন কিছু বোঝা যায়নি। জোটের জন্য শঙ্কা তো তৈরি হল।”

 

Next Article