Gold Biscuits : পাচারের আগেই ধরে ফেলল বিএসএফ, সীমান্তে উদ্ধার প্রায় দেড় কোটি টাকার সোনার বিস্কুট

Sayanta Bhattacharya | Edited By: জয়দীপ দাস

Mar 03, 2023 | 8:07 PM

Gold Biscuits : চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জয়ন্তীপুর সীমান্ত চৌকি এলাকায়।

Gold Biscuits : পাচারের আগেই ধরে ফেলল বিএসএফ, সীমান্তে উদ্ধার প্রায় দেড় কোটি টাকার সোনার বিস্কুট
ধৃত দুই

Follow Us

জয়ন্তীপুর : সীমান্তে যেন কিছুতেই থামছে না চোরাচালান। প্রচুর সোনা-সহ দুই চোরাকারবারীকে আটক করল বিএসএফ। দক্ষিণ বেঙ্গল ফ্রন্টিয়ারের অধীনে থাকা বিএসএফ (BSF) জওয়ানরা এদিন জয়ন্তীপুর সীমান্ত এলাকা থেকে ২২ টি সোনার বিস্কুট (Gold Biscuits) সহ দুই চোরাকারবারীকে আটক করে। বাজেয়াপ্ত করা সোনার মোট ওজন ২.৫৬৬ কেজি বলে জানা যাচ্ছে। যার আনুমানিক মূল্য ১,৪৪,০১,৫৭১ টাকা। সূত্রের খবর, বাংলাদেশ থেকে সোনার বিস্কুটগুলি ভারতে নিয়ে আসার চেষ্টা করছিল চোরাকারবারীরা।

ঘটনাটি ঘটেছে জয়ন্তীপুর সীমান্ত চৌকি এলাকায়। বিএসএফ জওয়ানদের তরফে প্রাপ্ত গোয়েন্দা তথ্য বলছে, এদিন জয়ন্তীপুর গ্রামের ফেন্স গেটের কাছে মোটরসাইকেল-সহ দুই সন্দেহভাজন ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। জওয়ানরা তাঁদের কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করলে দুজনেই ভয় পেয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে বলে অভিযোগ। তবে তৎপর ছিল জওয়ানরা। পালানোর চেষ্টা করতেই ধরা পড়ে যায় দুজনই। আটক করে শুরু হয় তল্লাশি। তল্লাশি চলে মোটরসাইকেলেও। সিটের নীচে তল্লাশি করতেই চোখ কপালে উঠে যায় বিএসএফ জওয়ানদের। দেখা যায় সেকানেই কালো রঙের কাপড়ে কিছু একটা মোড়া রয়েছে। খুলতেই দেখা যায় ৩টি প্যাকেট রয়েছে ২২টি সোনার বিস্কুট। এরপরই গ্রেফতার করা হয় জহির হুসেন মোল্লা এবং গিয়াসউদ্দিন মণ্ডল নামে দুই পাচারকারীকে।

ধৃতদের বাড়ি উত্তর ২৪ পরগনা জেলায়। জিজ্ঞাসাবাদে দুজনেই জানায় যে তারা বাংলাদেশের যশোর জেলা করিম মন্ডলের কাছ থেকে সোনার বিস্কুট নিয়ে আসছিল। এরপর বিএসএফের ডিউটি ​​পয়েন্ট পার করে করে উত্তর ২৪ পরগনার রাজু বিশ্বাসের কাছে হস্তান্তরিত করার কথা ছিল। ডেলিভারির জন্য তাঁরা ২০ হাজার টাকা পেত বলেও জেরায় স্বীকার করেছে তাঁরা। 

Next Article
ED: পিনকন এবং টাওয়ার গ্রুপের তদন্তে ইডি, রাজ্যের ১৫টি জায়গায় তল্লাশি চালিয়ে উদ্ধার কোটি টাকা
Cultural Tourism: বাংলার পর্যটনকে সেরার শিরোপা, জার্মানিতে পুরস্কার আনতে যাচ্ছেন নন্দিনী