Bengal BJP: ৪ দিনের মধ্যেই যাদবপুরের জেলা সভাপতি বদল করল BJP

Anjan Roy | Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 10, 2023 | 1:37 PM

Bengal BJP: বঙ্গ বিজেপি সূত্রে খবর, যাদবপুর সাংগঠনিক জেলার নতুন সভাপতি হলেন মনোরঞ্জন জোদ্দার। এর আগে সভাপতি ছিলেন কুন্তল চৌধুরী। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কর্তৃক এই নতুন সভাপতি নিযুক্ত হয়েছেন।

Bengal BJP: ৪ দিনের মধ্যেই যাদবপুরের জেলা সভাপতি বদল করল BJP
সুকান্ত মজুমদার
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: লোকসভা ভোটে কোনও রকম ফাঁক ফোকড় রাখতে চাইছে না বঙ্গ বিজেপি। আঁটঘাট বেঁধে ময়দানে নামছে তারা। আগেই সংগঠন ঢেলে সাজিয়েছিল বঙ্গ বিজেপি। দক্ষিণ কলকাতার জন্য যাদবপুর সাংগঠনিক জেলাও তৈরি করা হয়েছিল। তবে চারদিন যেতে না যেতেই সভাপতি বদল হল।

বঙ্গ বিজেপি সূত্রে খবর, যাদবপুর সাংগঠনিক জেলার নতুন সভাপতি হলেন মনোরঞ্জন জোদ্দার। এর আগে সভাপতি ছিলেন কুন্তল চৌধুরী। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কর্তৃক এই নতুন সভাপতি নিযুক্ত হয়েছেন।

উল্লেখ্য, আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে রাজ্য বিজেপি। আগামিকাল বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা আসছেন বঙ্গে। তার আগে প্রতি লোকসভা কেন্দ্র পিছু একটি সাংগঠনিক জেলা গঠন করা হয়েছে। সল্টলেক সাংগঠনিক জেলাকে বিলোপ করা হয়েছে। তার বদলে বারাসত সাংগঠনিক জেলার আওতায় সল্টলেক ও দক্ষিণ দমদমকে রাখা হয়েছে। আবার দক্ষিণ কলকাতার জন্য যাদবপুর সাংগঠনিক জেলা তৈরি করা হয়েছে। অপরদিকে, ছ’জন বিধায়ককে দেওয়া হয়েছে সভাপতির দায়িত্ব।

তবে শুধু কলকাতা নয়, আলিপুরদুয়ারে পঞ্চায়েত ভোটের খারাপ ফলাফলের পর বর্তমানে দায়িত্ব দেওয়া হয়েছে মনোজ টিজ্ঞাকে। কোচবিহারের দায়িত্ব পেয়েছেন মনোজ টিজ্ঞা। বনগাঁয় কাউন্সিলর দেবদাস মণ্ডলের পরিবর্তে শান্তনু ঠাকুর ঘনিষ্ঠকে দায়িত্ব দেওয়া হয়েছে। বদল হয়েছে বারাসত,ব্যারাকপুরের জেলা সভাপতি। পরিবর্তন হয়েছে মথুরাপুরের জেলাসভাপতিও। তমলুকে জেলাসভাপতি পরিবর্তন হয়েছে। এছাড়া কাঁথিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ সুদাম পণ্ডিতকে বাদ দেওয়া হয়েছে। এছাড়া বিষ্ণপুর ও আসানসোলেও জেলা সভাপতি পরিবর্তন করা হয়েছে। তবে পুরনো যে সকল সভাপতিরা ভাল লড়াই দিয়েছেন তাঁদেরকে রাখা হয়েছে। তার মধ্যে ঝাড়গ্রাম, বীরভূম, উত্তর কলকাতার জেলা সভাপতি একই রয়েছেন।

Next Article