AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kalyan Banerjee Mimicry: ‘জোকারের মতো মিমিক্রি, মীরাক্কেলে যান’, কল্যাণকে খোঁচা সুকান্তর

Sukanta taunts Kalyan: বঙ্গ বিজেপির সভাপতির স্পষ্ট বক্তব্য, "মিমিক্রি অবশ্যই একটি আর্ট। কিন্তু মিমিক্রি করার জায়গা সংসদ ভবন বা সংসদ ভবনের সিঁড়ি নয়। আপনি যদি সংসদে দাঁড়িয়ে ভারতের উপরাষ্ট্রপতিকে মিমিক্রি করেন, তাহলে আপনার মস্তিষ্কের স্থিরতা নিয়ে প্রশ্ন উঠবে।"

| Edited By: | Updated on: Dec 25, 2023 | 8:26 PM
Share

কলকাতা: উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের মিমিক্রি করে তুমুল বিতর্কের মুখে বর্ষীয়ান তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এত বিতর্ক চললেও, দমে যাওয়ার পাত্র নন কল্যাণ। আবারও সুর চড়িয়েছেন। দাবি করেছেন, ‘মিমিক্রি হল অধিকার। ভাবের প্রকাশ। এটা আমার মৌলিক অধিকার।’ কল্যাণের এমন দাবির পর পাল্টা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। বঙ্গ বিজেপির সভাপতির পাল্টা খোঁচা, ‘সংসদ ভবনের সিড়ি মিমিক্রি পারফর্ম করার জায়গা নয়। যদি পারফর্ম করতে হয়, কপিল শর্মার শোয়ে কিংবা মীরাক্কেলে যান। সেখানে গিয়ে মিমিক্রি করুন, দেখতে ভাল লাগবে।’

বঙ্গ বিজেপির সভাপতির স্পষ্ট বক্তব্য, “মিমিক্রি অবশ্যই একটি আর্ট। কিন্তু মিমিক্রি করার জায়গা সংসদ ভবন বা সংসদ ভবনের সিঁড়ি নয়। আপনি যদি সংসদে দাঁড়িয়ে ভারতের উপরাষ্ট্রপতিকে মিমিক্রি করেন, তাহলে আপনার মস্তিষ্কের স্থিরতা নিয়ে প্রশ্ন উঠবে। আমার মনে হয়, আপনি একজন সাংসদ হওয়ার যোগ্যই নন।”

সোমবার কলকাতায় ইজেডসিসিতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় সুকান্ত মজুমদার বলেন, “আজ রাজনীতি কোন পর্যায়ে এসে গিয়েছে! একজন সাংসদ লোকসভার সিঁড়িতে দাঁড়িয়ে জোকারের মতো মিমিক্রি করছেন ভারতের উপরাষ্ট্রপতিকে। আবার সেটার সাফাই দিচ্ছেন, বলছেন মিমিক্রি একটা আর্ট।”

উল্লেখ্য, কিছুদিন ধরেই উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের মিমিক্রি করা নিয়ে জোর সমালোচনার মুখে পড়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যদিও কল্যাণও একের পর এক দলীয় সভা থেকে পাল্টা আত্মপক্ষ সমর্থনে সওয়াল চালিয়ে যাচ্ছেন। তাঁর সোজাসাপ্টা বক্তব্য, ‘এক বার করেছি। দরকারে হাজার বার করব। আমাকে জেলে দিতে পারেন। খুন করতে পারেন। কিন্তু লড়াই থামবে না।’