Bengal Dengue: গত ১ দশকে সর্বোচ্চ! বাংলায় ডেঙ্গি নিয়ে স্বাস্থ্য দফতরের রিপোর্ট কাঁপুনি ধরাল শরীরে

Sourav Dutta | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 31, 2023 | 4:11 PM

Bengal Dengue: পরিসংখ্যান অনুযায়ী, ডেঙ্গি আক্রান্তের বিচারে উত্তর ২৪ পরগনাই সবথেকে বেশি এগিয়ে রয়েছে। ডেঙ্গিকে কোনওভাবেই যেন বাগে আনতে পারছে না প্রশাসন। ইতিমধ্যেই নবান্নের তরফে প্রত্যেক পুরসভাকে সতর্ক করা হয়েছে

Bengal Dengue: গত ১ দশকে সর্বোচ্চ! বাংলায় ডেঙ্গি নিয়ে স্বাস্থ্য দফতরের রিপোর্ট কাঁপুনি ধরাল শরীরে
কোন কোন এলাকা ডেঙ্গির হটস্পট?
Image Credit source: PTI

Follow Us

কলকাতা:  এবছর ডেঙ্গির বাড়বাড়ন্তে উদ্বিগ্ন স্বাস্থ্য অধিকর্তারাই। প্রশাসন সূত্রেই জানা যাচ্ছে,  গত এক দশকে এবছর রাজ্যের সবথেকে বেশি মানুষ ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। নিত্য ডেঙ্গিতে মৃত্যুর খবর আসছে। স্বাস্থ্য দফতর সূত্রের খবর,  গত ২৫ অক্টোবর পর্যন্ত রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্ত ৭৫ হাজার ১০৫।

প্রশাসনের থেকে একটি তথ্য দেওয়া হয়েছে। সরকারি ক্ষেত্রে অর্থাৎ সরকারি ল্যাবগুলিতে পরীক্ষার রিপোর্ট অনুযায়ী ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৪৭,৫৪০। বেসরকারি ক্ষেত্রে ২৭৫৬৫।

প্রশাসন সূত্রে খবর, প্রায় প্রতি জেলাতেই হু হু করে বেড়েছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। একটা সময়ে স্বাস্থ্য দফতরের তরফে একটি পরিসংখ্যান দেওয়া হয়েছিল, যেখানে দেখা যায়, স্রেফ এক দিনেই ৮৪০ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছিলেন। বর্তমানে স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্যান বলছে,

উত্তর ২৪ পরগনায় ডেঙ্গি আক্রান্ত ১৮৫৪৯
কলকাতা: ১১০২৯
মুর্শিদাবাদ: ৮৭৫০
হুগলি: ৬০০১
নদিয়া: ৫৫০৩
হাওড়া: ৪২৫৭
দক্ষিণ ২৪ পরগনা: ৩১০৯
মালদহ: ৩০২২

পরিসংখ্যান অনুযায়ী, ডেঙ্গি আক্রান্তের বিচারে উত্তর ২৪ পরগনাই সবথেকে বেশি এগিয়ে রয়েছে। ডেঙ্গিকে কোনওভাবেই যেন বাগে আনতে পারছে না প্রশাসন। ইতিমধ্যেই নবান্নের তরফে প্রত্যেক পুরসভাকে সতর্ক করা হয়েছে। কোভিডের ধাঁচে হেল্পলাইন নম্বরও খোলা হয়েছে। পুজোর মুখে সমস্ত পুরকর্মীদের ছুটি বাতিল করা হয়েছিল। জলাজঙ্গল, নর্দমা পরিষ্কারের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছিল। কিন্তু এ ব্যধি যেন ‘অনিয়ন্ত্রিত’! এখনও স্বাস্থ্য দফতর যা রিপোর্ট দিচ্ছে, তাতে কাঁপুনি ধরাচ্ছে শরীরে।

Next Article