AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দুর্গা পুজোর আগেই আনন্দ দ্বিগুণ, বেঙ্গল ফেস্টিভাল ফেয়ারের সূচনা করল BNCCI

Bengal Film Festival: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর খিদিরপুর আনন্দন ক্রীড়া কেন্দ্রে বেঙ্গল ফেস্টিভাল ফেয়ার ২০২৫-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী প্রদীপ কুমার মজুমদার এবং খাদি ও গ্রাম শিল্প কমিশনের ডেপুটি সিইও আই. জওহর, যিনি এই মেলার অন্যতম বিপণন সহযোগীও।

দুর্গা পুজোর আগেই আনন্দ দ্বিগুণ, বেঙ্গল ফেস্টিভাল ফেয়ারের সূচনা করল BNCCI
উদ্বোধন হল বেঙ্গল ফিল্ম ফেস্টিভালের।Image Credit: TV9 বাংলা
| Updated on: Sep 10, 2025 | 5:17 PM
Share

কলকাতা: বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। পুজোর আগেই উৎসবের আনন্দ যেন দ্বিগুণ হয়ে গেল।  শুরু হল ফিল্ম ফেস্টিভাল। ১৩৮ বছরের গৌরবময় ঐতিহ্য বহনকারী বেঙ্গল ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (BNCCI)- আয়োজন করল বেঙ্গল ফিল্ম ফেস্টিভালের। মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর খিদিরপুর আনন্দন ক্রীড়া কেন্দ্রে বেঙ্গল ফেস্টিভাল ফেয়ার ২০২৫-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী প্রদীপ কুমার মজুমদার এবং খাদি ও গ্রাম শিল্প কমিশনের ডেপুটি সিইও আই. জওহর, যিনি এই মেলার অন্যতম বিপণন সহযোগীও।

এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন BNCCI সভাপতি শ্রী অশোক কুমার বণিক। এছাড়াও উপস্থিত ছিলেন চেম্বারের  সদস্য সহ-সভাপতি সোমনাথ ভর; সহ-সভাপতি অমিত সাহা, কোষাধ্যক্ষ অলোক সরকার। নির্বাহী কমিটির সদস্যদের মধ্যে ছিলেন ঋত্বিক দাস, দিলীপ নারায়ণ সাহা,  অশীষ পাল, সুরথ কুণ্ডু চৌধুরী, সিদ্ধার্থ রায়,  সুজয় সাহা, সুশীত চক্রবর্তী, শকুন্তলা সেন। অনুষ্ঠানে বিগ লাইভ-এর রেডিয়ো জকি রায়ানও উপস্থিত ছিলেন, যিনি এই মেলার রেডিয়ো পার্টনার হিসেবে অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলেন।

মাননীয় মন্ত্রী BNCCI-র এই উদ্যোগের প্রশংসা করেন এবং বলেন, “এ ধরনের মঞ্চ শিল্পী ও উদ্যোক্তাদের ঐতিহ্যবাহী ও আধুনিক শিল্পকর্ম উপস্থাপনের এক অসাধারণ সুযোগ করে দেয়। মুর্শিদাবাদের বিখ্যাত সিল্ক থেকে শুরু করে বীরভূমের ডোকরা শিল্প, বাংলাদেশের জামদানি শাড়ি থেকে শুরু করে বিভিন্ন জেলার হস্তশিল্প, জীবনধারা ও সাংস্কৃতিক পণ্য— সব মিলিয়ে এই মেলা উৎসবের আগে সৃজনশীলতা ও উদ্যোগের এক মহোৎসব হিসেবে রূপ নিচ্ছে।”

বেঙ্গল ফেস্টিভাল ফেয়ার ২০২৫ হাজার হাজার দর্শনার্থীকে স্বাগত জানাতে প্রস্তুত, যেখানে কেনাকাটা, সাংস্কৃতিক বিনিময় ও বাংলার সমৃদ্ধ হস্তশিল্প ঐতিহ্যের প্রসার ঘটবে।