দ্রুত ভ্যাকসিনের জন্য কেন্দ্রকে সবরকম সহযোগিতার আশ্বাস মমতার

Nov 27, 2020 | 6:52 AM

একইসঙ্গে এদিন ফের বকেয়া জিএসটির ৮৫০০ কোটি টাকার কথা তোলেন তিনি। বলেন, করোনা পরিস্থিতিতে তাঁর সরকার ৪০০০ কোটি টাকা খরচ করেছে।

দ্রুত ভ্যাকসিনের জন্য কেন্দ্রকে সবরকম সহযোগিতার আশ্বাস মমতার

Follow Us

TV9 বাংলা ডিজিটাল: মানুষের স্বার্থে কেন্দ্রের সঙ্গে সবরকম সহযোগিতায় রাজি রাজ্য সরকার। করোনা আবহে প্রথম থেকেই এই কথা জানিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়  (Mamata Banerjee)। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে আরও একবার সে আশ্বাসই দিলেন তিনি। জানালেন, করোনা (COVID-19)-এর ভ্যাকসিন (Vaccine) নিয়ে কেন্দ্র ও সমস্ত স্টেক হোল্ডারদের সঙ্গে কাজ করতে রাজি তাঁর সরকার। একইসঙ্গে এদিন ফের বকেয়া জিএসটির ৮৫০০ কোটি টাকার কথা তোলেন তিনি। বলেন, করোনা পরিস্থিতিতে তাঁর সরকার ৪০০০ কোটি টাকা খরচ করেছে। রাজ্য পেয়েছে ১৯৩ কোটি টাকা। উল্টে জিএসটি বাবদ প্রায় ৮৫০০ কোটি টাকা বাকি।

আরও পড়ুন: খেজুরিতে শুভেন্দুর পোস্টারে ঘাসফুল প্রতীক, বরফ গলার ইঙ্গিত!

করোনা (COVID-19)-এর ভ্যাকসিন নিয়ে আট রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার ভার্চুয়াল বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কীভাবে ভ্যাকসিন দেওয়া হবে, কারা প্রথম এই ভ্যাকসিন পাবেন তা নিয়ে আলোচনা হয়েছে এদিনের বৈঠকে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানান, যত দ্রুত সম্ভব ভ্যাকসিন আনার ক্ষেত্রে কেন্দ্র ও স্টেক হোল্ডারদের সবরকম সহযোগিতা করবে তাঁর সরকার।

Next Article