AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bibhas Adhikari: রাজ্য সরকারি সংস্থার ‘ডিরেক্টর’! ভুয়ো থানা-কাণ্ডে ধৃত বিভাসের কীর্তি অবাক করার মতো

Bibhas Adhikari: শুধু ওয়েবসাইটে নাম থাকাই নয়, চলতি বছরের ৫ মার্চ ওই কর্পোরেশনের বৈঠকের মিনিটসের সরকারি নথিতেও উল্লেখ রয়েছে বিভাসের নাম।

Bibhas Adhikari: রাজ্য সরকারি সংস্থার 'ডিরেক্টর'! ভুয়ো থানা-কাণ্ডে ধৃত বিভাসের কীর্তি অবাক করার মতো
বিভাস অধিকারীর নামImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 12, 2025 | 9:14 AM
Share

কলকাতা: ভুয়ো থানা খোলার অভিযোগে গ্রেফতার হয়েছেন বিভাস অধিকারী। সেই বিভাস, যাঁর নাম জড়িয়েছিল নিয়োগ দুর্নীতি মামলায়। বিভাসের ছেলে অর্ঘ্য অধিকারীকেও গ্রেফতার করেছে পুলিশ। জাল থানার কর্মকাণ্ড কলকাতা শহরেও ছড়িয়ে পড়েছিল বলে অনুমান করা হচ্ছে। এবার সেই ‘ওসি’ বিভাসকে নিয়ে সামনে এল চাঞ্চল্যকর তথ্য়। জানা যাচ্ছে, রাজ্য সরকার পোষিত সংস্থার ডিরেক্টর ছিলেন এই বিভাস। নয়ডা পুলিশের হাতে এসেছে এই তথ্য।

নয়ডা পুলিশ সূত্রে খবর, ‘ওয়েস্ট বেঙ্গল স্টেট ওয়ারহাউস কর্পোরেশন’-এর নন অফিশিয়াল ডিরেক্টর হিসেবে নাম রয়েছে প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারীর। সরকারি এই সংস্থার ওয়েবসাইটে ঢুকলে বোর্ড অব ডিরেক্টরসের তালিকায় ওয়েবসাইটে দেখা যাচ্ছে জ্বলজ্বল করছে বিভাসের নাম। সেই তালিকায় ৯ জন আমলা রয়েছেন, তার মধ্যেই অন্যতম এই ভুয়ো থানার ‘ওসি’ বিভাস অধিকারী। সূত্রের খবর, বেশ কয়েক বছর ধরেই এই পদ বিভাসের।

শুধু ওয়েবসাইটে নাম থাকাই নয়, চলতি বছরের ৫ মার্চ ওই কর্পোরেশনের বৈঠকের মিনিটসের সরকারি নথিতেও উল্লেখ রয়েছে বিভাসের নাম। এই পদের অপব্যবহার করেই গাড়িতে নীল বাতি ব্যবহার করেন বিভাস! এমনটাই অভিযোগ। গাড়ির ড্যাশবোর্ডে লেখা থাকে তাঁর পদ।

ভুয়ো থানা-কাণ্ডে ধৃত বিভাসকে জেরা করে নয়ডা পুলিশ জানতে পেরেছে, এ রাজ্যেই এই থানা খোলার পরিকল্পনা ছিল বিভাসের। কিন্তু যে ট্রাস্টের নামে ভুয়ো থানা খোলা হয়েছে, সেই ট্রাস্টের অনুমতি রাজ্য থেকে মেলেনি। এক এজেন্ট তখন বিভাসকে বলেন নয়ডায় গেলে এই নামে থানা খোলার ব্যবস্থা করে দেওয়া হবে। পুলিশ সূত্রে খবর, সেই কারণেই নাকি সপুত্র বাংলা ছেড়ে উত্তরপ্রদেশে পাড়ি দিয়েছিলেন বিভাস।

ইতিমধ্যেই এ রাজ্যে বিভাসের নামে চালু এনজিও-র তথ্য সংগ্রহ করেছে নয়ডা পুলিশ। তদন্তের সূত্রে বাংলায় আসতে পারে নয়ডা পুলিশ।