কলকাতা: বিধাননগরে তৃণমূল কাউন্সিলরের দাদাগিরির অভিযোগ। এক প্রমোটারের কাছ থেকে ৩০ লক্ষ টাকা তোলার দাবি। তোলার টাকা না পেয়ে সেই প্রমোটারকে বন্দুকের বাঁট দিয়ে মেরে রক্তাক্ত করে দেওয়ার অভিযোগ কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে। রক্তাক্ত অবস্থাতেই বাগুইআটি থানায় থান ওই প্রমোটার। কাঠগড়ায় বিধাননগর ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর অনুগামীরা। তাঁর অনুগামী বাবাই, গোবিন্দ দাস, শুভেন্দু-সহ জনা কুড়ি তাঁর ওপর চড়াও হন বলে অভিযোগ।
আক্রান্ত প্রমোটার বলেন, “আমি আমার নিজের জায়গায় প্রমোটিং করছি। আমার যদি এই দুর্দশা হয়, সাধারণ লোকের কী হবে! কীভাবে ব্যবসা করব। সাদা ভাবে কাজ করছি। এখানে কোনও ২ নম্বরি হচ্ছে না। প্রশাসনের অনুমতি রয়েছে। ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর থ্রেট করে সমস্ত প্রমোটারের কাছ থেকে টাকা নিচ্ছে। আর তিনি যে টাকা চেয়েছেন, তার প্রমাণও আমার কাছে আছে।”
আক্রান্তের স্ত্রী বলেন, “ও অনেকদিন ধরেই চিন্তায় রাতে ঘুমোতে পারে না। বলে টাকা কোথা থেকে পাব, রাতে ঘুমাতে পারত না ভাবতে ভাবতে। আমরা খুবই আতঙ্কিত। অনেকদিন ধরে চলছে।”
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা বলেন, “আমি তো চোখের সামনেই দেখলাম। এসে ওখান থেকে সব স্টাফদের বার করে দিল। মারধর করল। থানায় গিয়েছিলাম। ওসি বললেন, অভিযোগ করতে, তারপর দেখি কী ব্যবস্থা হয়?”
বিধাননগর পৌরনিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্ত বলেন, “‘টাকা যখন চেয়েছিল, তখনই তো অভিযোগ, কিন্তু করেননি। যদি করে থাকেন, তাহলে পুলিশের ব্যাপার। পুলিশ কেন করেনি। ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমাদের কনিষ্ঠতম কাউন্সিলর। আমি খোঁজ নিচ্ছে। যতক্ষণ না প্রমাণ হচ্ছে, চোর বলা যাবে না।”