Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rose Valley: রোজভ্যালির আমানতকারীদের জন্য বিরাট সুখবর! ফেরত পাওয়া যাবে ৪৫০ কোটি টাকা, কীভাবে করবেন আবেদন

Rose Valley: বাজেয়াপ্ত করা সেই সব ফিক্সড ডিপোজিট ভেঙে আমানতকারীদের ফেরত দেওয়ার জন্য রোজভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি ভুবনেশ্বরের খুরদা আদালতে আবেদন করেছিল ADC। আদালত থেকে অনুমতি পাওয়ার পরেই সেই টাকা ফেরানোর উদ্যোগ শুরু করতে চলেছে অ্যাসেট ডিসপোজাল কমিটি।

Rose Valley: রোজভ্যালির আমানতকারীদের জন্য বিরাট সুখবর! ফেরত পাওয়া যাবে ৪৫০ কোটি টাকা, কীভাবে করবেন আবেদন
প্রতীকী ছবি Image Credit source: Getty Images
Follow Us:
| Edited By: | Updated on: Mar 15, 2025 | 2:44 PM

কলকাতা: রোজভ্যালির আমানতকারীদের জন্য বিরাট সুখবর! রোজভ্যালির আরও ৪৫০ কোটি টাকা আমানতকারীদের ফেরানোর অনুমতি পেল রোজভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি (ADC)। সূত্রের খবর, আমানতকারীদের ঠকানো টাকা বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফিক্সড ডিপোজিট করে রেখেছিল রোজভ্যালি। পরবর্তীতে তদন্ত চলাকালীন সময়ে ৩৩২.৭৬ কোটি টাকার ফিক্সড ডিপোজিট বাজেয়াপ্ত করা হয়। এবার FD ভাঙতেই এসে গিয়েছে গ্রিন সিগন্যাল। 

বাজেয়াপ্ত করা সেই সব ফিক্সড ডিপোজিট ভেঙে আমানতকারীদের ফেরত দেওয়ার জন্য রোজভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি ভুবনেশ্বরের খুরদা আদালতে আবেদন করেছিল ADC। আদালত থেকে অনুমতি পাওয়ার পরেই সেই টাকা ফেরানোর উদ্যোগ শুরু করতে চলেছে অ্যাসেট ডিসপোজাল কমিটি। এ খবর সামনে আসতেই জোর চাপানউতোর নাগরিক মহলেও। 

সূত্রের খবর, ইডি যে ৩৩২.৭৬ কোটি টাকা বাজেয়াপ্ত করেছিল তা এখন সুদে-আসলে মিলিয়ে ৪৫০ কোটি টাকায় পৌঁছে গিয়েছে। ওই টাকাই ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে অ্যাসেট ডিসপোজাল কমিটি। ইতিমধ্যেই আবার ২২ কোটি টাকা ফেরানো হয়েছে ADC-র তরফে। কিন্তু, টাকা ফেরত পেতে গেলে কী করতে হবে? এর জন্য বৈধ আমানতকারীদের আগে  www.rosevalleyadc.com -এ যেতে হবে। সেখানে গিয়ে উপযুক্ত বৈধ নথি জমা করতে হবে। সেই নথি যাচাই করবে কমিটি। সব ঠিকঠাক থাকলে তারপরই পাওয়া যাবে টাকা।