কলকাতা: স্কুলের পঠনপাঠনের সময় কোনও পড়ুয়া রাজনৈতিক কার্যকলাপে যুক্ত থাকতে পারবে না। বিজ্ঞপ্তি জারি করে নির্দেশ দিল শিক্ষা দফতর। কোনও পড়ুয়াকে শারীরিক বা মানসিক শাস্তি দেওয়া যাবে না বলেও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। শিক্ষা দফতরের বিজ্ঞপ্তি। শুক্রবার এই বিজ্ঞপ্তি জারি করা হয়। যে বিজ্ঞপ্তির প্রথম চার প্যারায় পড়ুয়াদের উপর কোনওরকম শারীরিক বা মানসিক শাস্তি নিয়ে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এ নিয়ে আগেই নির্দেশ দেওয়া হয়েছে। এই চতুর্থ প্যারারই ঠিক শেষে একটা লাইন, যেখানে লেখা, ‘স্কুল টাইমে পড়ুয়ারা কোনওভাবেই কোনও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে পারবে না।’
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)
এই নির্দেশ নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। স্পষ্ট বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনও পড়ুয়া রাজনৈতিক কার্যকলাপে অংশগ্রহণ করলে, নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেবে শিক্ষা দফতর। তিলোত্তমার বিচারের দাবিতে পথে নামছে স্কুল পড়ুয়ারা, তাই কি বকলমে এই নির্দেশ? প্রশ্ন শিক্ষামহলের।
পশ্চিম মেদিনীপুরের ডিআই দফতরের একটি নির্দেশিকা ঘিরে বৃহস্পতিবার তোলপাড় শুরু হয়। যেখানে লেখা, স্কুল ক্যাম্পাসের বাইরে কোনও অনুষ্ঠানে স্কুল পড়ুয়ারা অংশগ্রহণ করতে পারবে না। এক্স হ্যান্ডেলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এই নিয়ে পোস্ট করেন। এরইমধ্যে শুক্রবার শিক্ষা দফতর একটি বিজ্ঞপ্তি জারি করেছে। তাতে এই নির্দেশেরই প্রতিচ্ছবি।