Newtown Bike Accident: নিউটাউনের রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ৪ দেহ, রক্তাক্ত রাস্তাই জানান দিচ্ছে দুর্ঘটনার বীভৎসতা

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

May 08, 2022 | 8:27 AM

Kolkata: ঘটনাস্থল নিউটাউন বলাকা আবাসন। গভীর রাতে পুলিশের কাছে ফোন আসে বলাকা আবাসনের আগের রাস্তার মধ্যে অনেকে আহত অবস্থায় পড়ে রয়েছেন।

Newtown Bike Accident: নিউটাউনের রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ৪ দেহ, রক্তাক্ত রাস্তাই জানান দিচ্ছে দুর্ঘটনার বীভৎসতা
নিউটাউনের রাস্তায় ভয়ঙ্কর দুর্ঘটনা (নিজস্ব ছবি)

Follow Us

নিউটাউন: প্রায় প্রতিদিনই নিউটাউনের রাস্তায় কোনও না কোনও দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসে। রবিবারও তার অন্যথা হল না। গতির বলি এক জন। তিনজনের অবস্থা আশঙ্কাজনক। জানা গিয়েছে, শনিবার গভীর রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। দু’টি বাইকের মুখোমুখি সংঘর্ষেই এমন ঘটনা। ইতিমধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। একজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।

ঠিক কী ঘটেছিল?

ঘটনাস্থল নিউটাউন বলাকা আবাসন। গভীর রাতে পুলিশের কাছে ফোন আসে বলাকা আবাসনের আগের রাস্তার মধ্যে অনেকে আহত অবস্থায় পড়ে রয়েছেন। গোটা রাস্তায় চাপ-চাপ রক্তের দাগ। খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান গেলে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকিদের চিকিৎসা চলছে।

তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে দু’টি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। একটি বাইক নারকেল বাগান মোড় থেকে বলাকা আবাসনের দিকে যাচ্ছিল অন্যটি বলাকা আবাসনের দিক থেকে নারকেল বাগানের দিকে আসছিল। সেই সময়ে দুটি বাইকের (রয়েল ইনফিল্ড ও পালসার) মধ্যে সংঘর্ষ হয়। এরপরেই চার জন ছিটকে রাস্তার মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে যায়। দুটি বাইকের সামনের অংশ দেখলেই পুলিশ আন্দাজ করতে পারে কতটা দ্রুত বেগে চলছিল গাড়ির দু’টি। পুলিশ সূত্রে খবর, বাইক দু’টিরই সামনের অংশ পুরো দুমড়ে মুচড়ে গিয়েছে।

সূত্রের খবর, বাইক আরোহীর মধ্যে দু’জন জলপাইগুড়ি, একজন ভাটপাড়া ও মহিলাটি খড়গপুরের  বাসিন্দা। তবে তাঁরা কীসের জন্য এসেছিলেন তা জানা যায়নি। পাশপাশি এত রাত্রিবেলা বাইক নিয়ে কোথায় যাচ্ছিলেন সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

বস্তুত, দুষ্কৃতীদের হামলা জেরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে গিয়ে পড়ে নর্দমায়। সূত্রের খবর, বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ হাওড়া থেকে ৫৬/৫৬ রুটের যাত্রী বোঝাই একটি বাস বালির দিকে যাচ্ছিল। চলার পথে ডন বস্কো থেকে তিনটি যুবক ওই বাসে ওঠে। কিন্তু, প্রত্যক্ষদর্শীদের দাবি বাস ওঠা মাত্রই নিজেদের মধ্যে বচসা শুরু করে তিন জনে। চলে অশ্রাব্য গালিগালাজ। যাত্রীরা তাদের থামতে বললে তাদের উদ্দেশ্যেও চলে গালিগালাজ। এমতাবস্থায় কন্ডাক্টর তাদের নেমে যেতে বললে তার সঙ্গে বেঁধে যায় বচসা। বাসের মধ্যেই তৈরি হয় উত্তপ্ত পরিস্থিতির।

Next Article