কলকাতা: স্বাধীনতার পর এই প্রথম বাম-কংগ্রেস শূন্য বিধানসভা গঠিত হল বাংলায়। একুশের ভোটে (WB Election 2021) বাম-কংগ্রেসের এই বেনজির ভরাডুবিকে বিপর্যয় বলে বর্ণনা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Basu)। নিবার আলিমুদ্দিনে সাংবাদিক বৈঠকে বিমান বলেন, ‘বাম ও কংগ্রেসের ডিজাস্টার রেজাল্ট হয়েছে।’
বাম-কংগ্রেস, আইএসএফ-এর সঙ্গে হাত মিলিয়ে একুশের ভোটের আগে গণতান্ত্রিক মোর্চা গঠন করে। বাংলার ২৯৪ আসনে তৃণমূল-বিজেপির বিরুদ্ধে প্রার্থী দেয় মোর্চা। কিন্তু ভোটের ফল বেরতেই দেখা যায় মুখ থুবড়ে পড়েছে এই জোট। বাম-কংগ্রেস একটিও আসন পায়নি। কেবল শিবরাত্রির সলতের মতো ভাঙড়ে জয় পেয়েছে আইএসএফ। বাংলায় কার্যত অস্বিস্ত সংকটে ভোগা বাম-কংগ্রেসের এই ফলকে ‘ডিজাস্টার’ বলে মন্তব্য করলেন বিমান। শনিবার আলিমুদ্দিনে সাংবাদিক বৈঠকে বিমান বলেন, ‘বাম ও কংগ্রেসের ডিজাস্টার রেজাল্ট হয়েছে।’ এদিকে বামেদের এই ভরাডুবির পর কয়েকদিন ধরেই বামফ্রন্ট চেয়ারম্যানের পদ থেকে বিমান বসুর পদত্যাগ নিয়ে জল্পনা চলছে। যদিও সেই জল্পনায় জল ঢেলে বিমান জানালেন এগুলো আজগুবি গল্প। তাঁর কথায়, “আমার পদত্যাগ নিয়ে কিছু বলা হলে, সেটা আজগুবি গল্প।”
এদিকে একুশের ভোটে সিপিএম প্রার্থী তথা প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্যের মতো নেতা এই বিপর্যয়ে দলের শীর্ষ নেতৃত্বকেই নিশানা করেন। যা নিয়ে ব্যাসপক শোরগোল হয় রাজনৈতিক মহলে। তন্ময়বাবুকে শো-কজও করে নেতৃত্ব। তবে এদিন নাম না করে বিমান বসু বলেন, “ফলাফল নিয়ে কেউ কিছু বলে থাকলে নিজের দায়িত্বে বলেছেন।” গত কয়েকদিন ধরে নানা গল্প হচ্ছিল, তা জানিয়ে দিলেন বিমান।
এদিন ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যের শাসক দলকে নিসানা করেন বিমান। বলেন, “রাজ্যের নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। দেখা না করায় আমাদের বক্তব্য মেল করেছি। তৃণমূল বিরাট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে। এই সময় উচিত ছিল যারা গোলমাল করে তাদের নিয়ন্ত্রণ করা।” কিন্তু তা করা হচ্ছে না বলে অভিযোগ বামফ্রন্ট চেয়ারম্যানের।
বিমান বসু বলেন, এত সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসার পর তাদের থেকে এটা কাম্য নয়। নির্বাচন পরবর্তী হিংসায় যাঁরা মারা গিয়েছেন দায়িত্ব সরকারকে নিতে হবে। পরবর্তীতে রাজ্য অফিস থেকে তাঁরা আক্রান্তদের কাছে যাবেন বলে জানান।
আরও পড়ুন: দল কি ছাড়ছেন? জল্পনা উড়িয়ে নিজেই টুইট করলেন মুকুল
উল্লেখ্য, এদিনের বৈঠকে একুশের ভোটের পর্যালোচনায় বাম-কংগ্রেসের ফলকে বিপর্যয় বলে মন্তব্য করলেও আইএসএফ নিয়ে কোনও মন্তব্য করতে শোনা যায়নি বিমানবাবুকে। সংযুক্ত মোর্চার কথাও বলেননি তিনি।