Recruitment Scam: দুর্নীতিতে CPM-এর নাম জড়ানোয় মুখ খুললেন বিমান, পার্থকে চিনতেনই না দিলীপ ঘোষ!

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 23, 2023 | 2:02 PM

Recruitment Scam: জেলবন্দি পার্থ থেকে শুরু করে শাসক দলের একাধিক নেতার মুখেই বাম আমলের দুর্নীতির অভিযোগ শোনা যাচ্ছে সম্প্রতি।

Recruitment Scam: দুর্নীতিতে CPM-এর নাম জড়ানোয় মুখ খুললেন বিমান, পার্থকে চিনতেনই না দিলীপ ঘোষ!
পার্থর মন্তব্যে বিরোধীদের প্রতিক্রিয়া

Follow Us

কলকাতা : বেআইনিভাবে কোনও চাকরি দেননি তিনি, চাকরির জন্য নাকি সুপারিশ করতেন সুজন চক্রবর্তী, শুভেন্দু অধিকারীরাই। গ্রেফতার হওয়ার ৮ মাস পর প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের এমন বক্তব্যকে কেন্দ্র করে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এতদিন পর কেন হঠাৎ বিরোধী দলের নেতাদের নাম নিলেন তিনি? নিজেকে নির্দোষ প্রমাণ করতে নাকি এর পিছনে রয়েছে কোনও রাজনৈতিক সমীকরণ? এই প্রশ্ন উঠেছে। তবে পার্থর কথায় আমল দিতে রাজি নন বিরোধীরা। বৃহস্পতিবার আদালতে প্রবেশ করার আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বাম নেতা সুজন চক্রবর্তী ও বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষের নাম উল্লেখ করেছেন পার্থ।

জেলবন্দি পার্থ থেকে শুরু করে শাসক দলের একাধিক নেতার মুখেই বাম আমলের দুর্নীতির অভিযোগ শোনা যাচ্ছে সম্প্রতি। এই প্রসঙ্গে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, ‘বাম আমলে যা যা ত্রুটি হয়েছে, তা উদঘাটন করার জন্য বর্তমান সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুক। এই প্রত্যাশা আমিও করি। তদন্ত করলেই হল। ধোঁয়াশা তৈরি করে লাভ কী আছে?’

আর যাঁর বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলেছেন পার্থ, সেই সুজন চক্রবর্তীর মতে, দলের কাছে গুরুত্ব না পেয়েই নাকি এসব বলছেন তৃণমূলের প্রাক্তন মহাসচিব। সুজন বলেন,  ‘প্রাক্তন মহাসচিবের পাশেই দল নেই। তিনি দেখছেন, একসময় তিনিই সব সমস্যা সমাধান করে দিতেন, আর আজ দল তাঁর পাশেই নেই। তাই এসব বলে গুরুত্ব বাড়ানোর চেষ্টা করছেন।’ সুজনের চ্যালেঞ্জ, কোনও শ্বেতপত্র প্রকাশ করতে চাইলেও পারবেন না মুখ্যমন্ত্রী। কারণ বাম আমলে নিয়োগ স্বচ্ছভাবে হয়েছিল বলেই দাবি করেছেন তিনি, আর তৃণমূল আমলে শুধুই টাকার খেলা। বাম নেতা বলেন, ‘এদের দেখে আমার করুণা হচ্ছে।’

বৃহস্পতিবার দিলীপ ঘোষের নামও বলেছেন পার্থ। এ কথা শুনে দিলীপের দাবি, তিনি ২০১১-১২ সালে চিনতেনই না পার্থ চট্টোপাধ্যায়কে। তিনি বলেন, ‘ওঁকে কে বলেছে আমি জানি না। ২০১১-১২ সালে আমি রাজনীতিতেও আসিনি, পার্থ চট্টোপাধ্যায়কেও চিনতাম না। উনি কার কাছ থেকে টাকা নিয়েছেন, সেটা উনি বুঝুন। এর সঙ্গে বিজেপিও যুক্ত নেই, দিলীপ ঘোষও যুক্ত নেই। যদি কোনও প্রমাণ থাকে নিয়ে আসুন, তাহলে ওঁর জায়গায় আমি জেলে যাব। আর নাহলে ওঁকে সারাজীবন জেলে থাকতে হবে।’

নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় বৃহস্পতিবার আদালতে পেশ করা হয়েছে পার্থ চট্টোপাধ্য়ায়কে। আদালতে প্রবেশ করার আগেই বিরোধী নেতাদের নামে বিস্ফোরক অভিযোগ এনেছেন তিনি। ক্যাগ রিপোর্ট খতিয়ে দেখার কথাও বলেছেন তিনি।

Next Article