কলকাতা: শনিবার, বীরভূমে কোর কমিটির বৈঠক। এদিন মুখোমুখি হতে পারেন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ও কাজল শেখ। তা নিয়ে বীরভূমের রাজনৈতিক জল্পনা তুঙ্গে। কিন্তু তার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের মুখে অভিজিৎ সিনহা ওরফে রানার নাম। শুক্রবার একটি সরকারি অনুষ্ঠান থেকে দু’বার রানা সিংহের নাম নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিজিৎ সিনহা ওরফে রানা লাভপুরের বিধায়ক। ফুল্লরা মন্দির সংস্কারের সময়ে কীভাবে রানা তাঁর দৃষ্টি আকর্ষণ করেছিলেন, সে কথাও বলেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে বলেন, “আমি মিটিং করতে গিয়েছি। আমাদের এমএলএ রানা আমাকে বলল, দিদি তুমি তারাপীঠে গেছো, কঙ্কালীতলা গেছো, ফুল্লরা মন্দিরে যাওনি। আমি তখন হেলিকপ্টার ধরতে যাচ্ছি, তখন ও বলল, দিদি ওই দেখো ফুল্লরা মন্দির… কী সুন্দর…”
কিন্তু বীরভূমের কোর কমিটির বৈঠকের আগেই কেন মমতার মুখে রানার নাম? রাজনৈতিক মহল মনে করছে, কোর কমিটির কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ কাজল ও অনুব্রতর মধ্যে সমন্বয় সাধন। আর এই সমন্বয়টাই চালিয়ে যেতে হবে, এটাই চ্যালঞ্জ। মুখ্যমন্ত্রীর মুখে কারোর নাম উচ্চারিত হলে, সেটা রাজনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ। এর আগে রেড রোডে ছাত্র সমাবেশ থেকে নির্বেদ রায়ের নাম নিয়েছিলেন মমতা। তারপরই দেখা যায়, নির্বেদ পুনর্বার তৃণমূলে যোগ দেন। অনুব্রত-কাজলের মধ্যে সমন্বয় সাধনের দায়িত্ব রানার কাঁধেই বর্তায় কিনা, সেটাই দেখার। রানা সিনহা কোনও নতুন দায়িত্বে আসতেই পারেন।