কলকাতা: রাজ্য তথা দেশজুড়ে চলা নারী নির্যাতন নিয়ে চিন্তা ক্রমেই বাড়ছে সরকারের। চিন্তিত ভারতীয় রেল। মহিলা কামরায় পুরুষ যাত্রীদের ওঠা ঠেকাতে নজরদারিতে জোর দেওয়া হচ্ছে। চলতি মাসের শুরু থেকেই বড়সড় অভিযানও চালিয়েছে রেল সুরক্ষা বাহিনী (RPF)। ১ তারিখ থেকে ১২ তারিখের মধ্যে মহিলা কামরায় অনধিকার প্রবেশকারীদের বিরুদ্ধে রেলওয়ে আইন, ১৯৮৯-এর ১৬২ ধারা অনুযায়ী কঠোর ব্যবস্থাও নেওয়া হয়েছে হয়েছে। সেই তথ্য ইতিমধ্যেই সামনে এসেছে।
তথ্য বলছে, এই সময়ের মধ্যে শুধু হাওড়া শাখায় মামলা হয়েছে ১২৭টি। গ্রেফতার করা হয়েছে ১২৭ জনকে। জরিমানা বাবদ আদায় করা হয়েছে ৪ হাজার ৫৫০ টাকা। অন্যদিকে শিয়ালদহ শাখায় মামলার সংখ্যা ১৯৪। গ্রেফতারির সংখ্যাও ১৯৪। জরিমানা বাবদ আদায় করা হয়েছে ২৪ হাজার ৪০০ টাকা।
মালদহ সেকশনে মহিলা কামরায় অনধিকার প্রবেশের জন্য ২৬টি মামলা হয়েছে বলে রেল সূত্রে খবর। গ্রেফতার করা হয়েছে ৩৩ জনকে। জরিমানা বাবদ আদায় করা হয়েছে ৮০০ টাকা। আসানসোল শাখায় মামলার সঙ্গে আবার সেঞ্চুরি পার করে ফেলেছে। মামলার সংখ্যা ১৩১। গ্রেফতার করা হয়েছে ১৫৯ জনকে। জরিমানা বাবদ আদায় ২৮,৮০০ টাকা। পূর্ব রেলের পরিসংখ্যান বলছে, এই সময়কালে মোট মামলার সংখ্যা ৪৭৮। গ্রেফতার করা হয়েছে ৫১৩ জনকে।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)