কলকাতা: বীরভূমের বিস্ফোরণের ঘটনায় এবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হল। খয়রাশোলের ভাদুলিয়া কয়লাখনিতে বিস্ফোরণ হয়। তাতে কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়। এই বিস্ফোরণে NIA তদন্ত চেয়ে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। মঙ্গলবার মামলা দায়েরের অনুমতি দিলেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম।
খয়রাশোলের লোকপুর থানার ভাদুলিয়া গ্রামে কয়লা খনিতে বিস্ফোরণ হয়। এই খনিতে একটি লরিতে প্রচুর বিস্ফোরক-বারুদ ছিল বলে জানা যাচ্ছে। সেই লরি থেকেই বিস্ফোরণ। মৃত্যু হয় ৬ জনের। সূত্রের খবর, শুরুতেই ২ জনের মৃত্যুর খবর আসে। পরবর্তীতে আরও ৪ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। আহতদের উদ্ধার করে ইতিমধ্যেই পার্শ্ববর্তী সিউড়ি, দুবরাজপুর সহ একাধিক এলাকার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সরকারি খাদানে বেআইনিভাবে কয়লা তোলা হচ্ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ক্ষতিপূরণের দাবিতে পুলিশের সামনে বিক্ষোভ দেখান মৃতের পরিবারের সদস্য থেকে শুরু করে গ্রামবাসীরা। ক্ষতিপূরণ বাবদ ৩০ লক্ষ টাকা, একটি করে বাড়ি এবং সরকারি চাকরির দাবিতে সরব হন মৃতের আত্মীয়রা। প্রশাসন সাহায্য়ের আশ্বাস দেওয়ায় বিক্ষোভ তুলে নেন তাঁরা। বিধায়ক অনুপ সাহাও স্বীকার করে নিয়েছেন, কয়লাখনির দায়িত্বপ্রাপ্ত সংস্থার অসাবধানতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।