Shamik Bhattacharya: রাজ্যসভার প্রার্থী হচ্ছেন শুনেই শমীকের মুখে বুদ্ধবাবুর নাম

Aritra Ghosh | Edited By: সায়নী জোয়ারদার

Feb 11, 2024 | 9:29 PM

BJP: এই নাম ঘোষণার পর শমীক ভট্টাচার্য বলেন, "দলের কাছে কৃতজ্ঞ, সংগঠনের কাছে কৃতজ্ঞ। সর্বোপরি বাংলার মানুষের কাছে কৃতজ্ঞ। আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব আমাকে রাজ্যসভায় পাঠানোর জন্য মনোনীত করেছে। একইসঙ্গে মনে রাখতে হবে বাংলার মানুষ আমাদের সেই সংখ্যা দিয়েছে যাতে আমরা পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় একজন সদস্য পাঠাতে পারি।"

Shamik Bhattacharya: রাজ্যসভার প্রার্থী হচ্ছেন শুনেই শমীকের মুখে বুদ্ধবাবুর নাম
এ রাজ্য থেকে শমীক ভট্টাচার্য যাচ্ছেন রাজ্যসভায়।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: বিজেপির রাজ্যসভার প্রার্থী হচ্ছেন শমীক ভট্টাচার্য। রবিবারই বিজেপির কেন্দ্রীয় কার্যালয় থেকে রাজ্যসভার প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। পশ্চিমবঙ্গ থেকে শমীক ভট্টাচার্যের নাম রয়েছে সেখানে। সাত রাজ্য থেকে বিজেপির রাজ্যসভার প্রার্থীদের তালিকা এদিন প্রকাশ করা হয়। ২ এপ্রিল এ রাজ্য থেকে মনোনীত ৫ সাংসদের ৬ বছরের মেয়াদ শেষ হচ্ছে। আগামী ২৭ ফেব্রুয়ারি ভোট হবে। সেখানে ইতিমধ্যেই তৃণমূল তাদের ৪ প্রার্থীর নাম ঘোষণা করে ফেলেছে। বিজেপিও ১ জন প্রার্থী দিতে পারত। সেই হিসাবেই শমীকের নাম দেওয়া হল। সব মিলিয়ে দেশের ১৫টি রাজ্যে ৫৬টি রাজ্যসভা আসন ফাঁকা হচ্ছে। সর্বত্রই ২৭ তারিখ ভোট।

এই নাম ঘোষণার পর শমীক ভট্টাচার্য বলেন, “দলের কাছে কৃতজ্ঞ, সংগঠনের কাছে কৃতজ্ঞ। সর্বোপরি বাংলার মানুষের কাছে কৃতজ্ঞ। আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব আমাকে রাজ্যসভায় পাঠানোর জন্য মনোনীত করেছে। একইসঙ্গে মনে রাখতে হবে বাংলার মানুষ আমাদের সেই সংখ্যা দিয়েছে যাতে আমরা পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় একজন সদস্য পাঠাতে পারি।”

এই প্রার্থিতালিকা ঘোষণার পর কিছুটা নস্টালজিক শমীক। এর আগে বিজেপি এ রাজ্য থেকে অনন্ত মহারাজকে রাজ্যসভায় পাঠিয়েছে বটে, তবে তাঁকে বিজেপির সংগঠন হিসাবে ধরা যায় না। কিন্তু শমীক বিজেপির বহু পুরনো সৈনিক। সময়ের হাত ধরে নতুন বহু মুখ উঠে এলেও যে সময় এ রাজ্যে বিজেপির কিছুই ছিল না, সেই সময় থেকে শমীক ভট্টাচার্য, রাহুল সিনহাদের সংগঠন তৈরির চেষ্টা।

শমীক বলেন, “সেই সব দিনের কথা আমার খুব বেশি করে মনে পড়ছে যখন আমি, রাহুলদা পার্টি অফিসে বসে থাকতাম। আটের দশক তখন। বুদ্ধদেববাবু বলতেন যাঁদের বিধানসভায় কোনও প্রতিনিধিত্ব নেই, আমরা তাঁদের সর্বদলীয় বৈঠকে ডাকি না। সেদিনের সেসব কথা খুব মনে পড়ছে। অনেকে হয়ত আমাদের মধ্যে নেই। তাঁরা থাকলে খুশি হতেন যে কলকাতা থেকে আমাদের রাজ্যসভায় আমাদের শক্তিতে প্রতিনিধিত্ব করতে পারবে। সেটাই বারবার মনে হচ্ছে।”

Next Article