ট্রাম্পের মতো স্বৈরাচারী মমতা! নির্ঘোষ দিলীপের

tista roychowdhury |

Apr 02, 2021 | 4:45 PM

এখানেই থামেননি বিজেপি নেতা। বয়লা কাণ্ডে রাজ্যপাল জগদীপ ধনকড় ও মুখ্যমন্ত্রীর ফোনালাপ প্রসঙ্গে দিলীপ বলেন, ‘নির্বাচন শেষ হয়নি। কিন্তু তৃণমূলের শেষ দেখা যাচ্ছে। হোর্ডিংয়ের রাজনীতি বেশিদিন চলে না।

ট্রাম্পের মতো স্বৈরাচারী মমতা! নির্ঘোষ দিলীপের
অলঙ্করণ: অভিজিৎ বিশ্বাস

Follow Us

কলকাতা: শীত-গ্রীষ্ম-বর্ষা-নির্বাচন, পরিস্থিতি যাই হোক না কেন প্রাতঃভ্রমণ তাঁর বাঁধাধরা। নিউটাউন ইকো পার্কে সকালে প্রায়ই দেখা মেলে প্রাতঃভ্রমণরত বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh)। শুক্রবার সকালে ফের একবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগলেন বিজেপি নেতা।

এ দিন সকালে, দিলীপবাবু জানান, এ বারের নির্বাচনের দুই দফায় হাফ সেঞ্চুরি পার করেছে বিজেপি। নন্দীগ্রামের ফলাফল নিয়েও আত্মপ্রত্যয়ী দিলীপ ঘোষ। পাশাপাশি বয়ালে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) বুথে যাওয়া ও বুথবন্দি হওয়া নিয়েও কটাক্ষ করে দিলীপ বলেন, ‘নন্দীগ্রামে খুব চান্স নিয়েছিলেন দিদি, কিন্তু লাভ হয়নি। প্রধানমন্ত্রী তাঁর জয়ের পথে পাথর ফেলে রেখেছেন। আর একজন মুখ্যমন্ত্রী হয়ে এইভাবে দুইঘণ্টা বুথে বসা থাকা তাঁকে কি শোভা পায়? অবশ্য, তাঁর মতো স্বৈরাচারী নেত্রীর থেকে এর চেয়ে বেশি কী আশা করা যায়? ওঁর আর ট্রাম্পের মধ্যে কোনও ফারাক নেই। হার বুঝতে পেরে বুথে বসে গণ্ডগোল করেছেন।’

এখানেই থামেননি বিজেপি নেতা। বয়লা কাণ্ডে রাজ্যপাল জগদীপ ধনকড় ও মুখ্যমন্ত্রীর ফোনালাপ প্রসঙ্গে দিলীপ বলেন, ‘নির্বাচন শেষ হয়নি। কিন্তু তৃণমূলের শেষ দেখা যাচ্ছে। হোর্ডিংয়ের রাজনীতি বেশিদিন চলে না। যখন ভাল সময় ছিল তখন রাজ্যাপালকে সময় দেননি। এখন খারাপ সময়, তাই ফোনের অন্ত নেই।’

আরও পড়ুন: মাটিতে ফেলে বুকে-পিঠে কিল চড় ঘুষি! ডায়মন্ড হারবারে আক্রান্ত বিজেপি প্রার্থী দীপক হালদার

 

Next Article