কলকাতা: ভুয়ো আইএএস দেবাঞ্জন দেবকে নিয়ে এখনও সরগরম রাজ্য রাজনীতি। এক যুবকের জালিয়াতির শিকড় সন্ধানে নেমে রীতিমতো নাভিশ্বাস উঠছে তদন্তকারীদের। এরই মধ্যে বিস্ফোরক দাবি করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বুধবার সকালে ইকোপার্কে প্রাতঃভ্রমণে গিয়েছিলেন তিনি। সেখানেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সন্দেহের সুরে তিনি জানান, ভোট প্রক্রিয়াতেও জড়িয়ে ছিলেন ভুয়ো আধিকারিকেরা। এমনকী, দেবাঞ্জনও তৃণমূলের হয়ে এক সময় সক্রিয়ভাবে কাজ করেছেন বলেও দিলীপ দাবি করেন।
ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে তদন্ত নিয়ে বিজেপি কি সন্তুষ্ট? এই প্রশ্নের উত্থাপন হলে দিলীপ এ দিন বলেন, “আমরা সিবিআই তদন্ত চেয়েছি। কারণ এই সরকারের কোনও বিশ্বাসযোগ্যতা নেই। এর আগেও এরকম অনেক সিট গঠন হয়েছিল। আগেও অনেক সিআইডি তদন্ত ঘোষণা হয়েছে। কিন্তু কোনও রিপোর্ট হয় না, কারোর সাজা হয় না। এ বারও একই রকম হবে না তো? এরকম সন্দেহ মনে আসছে।”
আরও পড়ুন: বিশ্লেষণ: কারা পাবেন ‘স্টুডেন্ডস ক্রেডিট কার্ড’? কী ভাবে করবেন আবেদন?
দিলীপ ঘোষ আরও বলেন, “আমার তো সন্দেহ হচ্ছে এ বার নির্বাচনে এমন অনেক ভুয়ো অফিসার ছিল যারা নির্বাচনকে প্রভাবিত করেছে। কাউন্টিং হোক বা পোলিং, সব জায়গায় এই ধরনের জালি লোক ঢোকানো হয়েছিল যারা ভোট এদিক-ওদিক করেছে। আমি এমনও খবর পেয়েছি যে তৃণমূলের দক্ষিণ কলকাতা শাখার আইটি কনভেনারের দায়িত্বও নাকি এক সময় দেবাঞ্জনের উপরে ছিল। এটাও তদন্ত করা উচিত। সরকার থেকে সংগঠন, সব জায়গাতেই ওনার যোগাযোগ ছিল। সর্বোচ্চ নেতারাও জানতেন, তাই এতদিন তিনি এসব করতে পেরেছেন।”
আরও পড়ুন: এই কোড না থাকলে ভ্যাকসিন নেবেন না, টিকা সঙ্কটের মাঝেই সতর্কবার্তা ফিরহাদের