BJP Bike Rally: ৪০ লক্ষ বাইক কেনার কৌশলী পদক্ষেপ বঙ্গ বিজেপির!

Anjan Roy | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 01, 2023 | 2:13 PM

BJP Bike Rally: ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের বাইক বাহিনীর কঠোর সমালোচনা করেছিল বিজেপি। তবে কি এবার মত বদল?

BJP Bike Rally: ৪০ লক্ষ বাইক কেনার কৌশলী পদক্ষেপ বঙ্গ বিজেপির!
বঙ্গ বিজেপির গোপন সার্কুলার

Follow Us

কলকাতা: বাইক বনাম বাইক! তৃণমূলের (TMC) বাইক বাহিনী নিয়ে একসময় ব্যাপক সমালোচনা শোনা গিয়েছে যে বঙ্গ বিজেপি (BJP) নেতাদের মুখে, এবার সেই বাইক বাহিনী জোগাড় করতেই তৎপর হল গেরুয়া শিবির। পঞ্চায়েত নির্বাচনের আগে রীতিমতো সার্কুলার জারি করা হল বিজেপির অন্দরে। এবার তাই বুথে বুথে পদ্ম শিবিরের বাইক বাহিনী দেখা যাবে বলে অনুমান করা হচ্ছে। ইতিমধ্যেই বিজেপি আশঙ্কা প্রকাশ করেছে, রক্তাক্ত হতে পারে পঞ্চায়েত নির্বাচন। তাই নেতাদের মতে, শাসক দলের সন্ত্রাস আটকাতে ‘গরুর গাড়ি’ যথেষ্ট নয়। এরই মধ্যে বুথ কমিটিতে জারি হল গোপন সার্কুলার। সূত্রের খবর, সব বুথে কমপক্ষে ৫০ জনের বাইক বাহিনী তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই বিপুল সংখ্যক বাইক কোথা থেকে আসবে, তা নিয়ে প্রশ্ন রয়ে যাচ্ছে।

এখনও পর্যন্ত রাজ্যের সব বুথের জন্য বিজেপির বুথ কমিটি নেই। কিন্তু পঞ্চায়েত নির্বাচনে ভাল ফল করতে গেলে বুথে বুথে কর্মীদের সক্রিয়তা জরুরি বলেই মনে করছে দল। সে কারণেই কী ভাবে বুথ সংগঠন তৈরি করতে হবে, তা নিয়ে এই সার্কুলার জারি করা হয়েছে। সেখানে একগুচ্ছ নির্দেশ দেওয়া হয়েছে। সেই লিখিত নির্দেশেই বাইক বাহিনী জোগাড়ের কথা বলা হয়েছে। প্রায় ৮০ হাজার বুথ রয়েছে রাজ্যে। হিসেব বলছে, প্রতিটিতে ৫০ টি করে বাইক লাগলে বাইকের সংখ্যা ছাড়াতে পারে ৪০ লক্ষ।

২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের বাইক বাহিনীর কঠোর সমালোচনা করেছিল বিজেপি। তবে কি এবার মত বদল? বিজেপি নেতা শমীক ভট্টাচার্যকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘গরুর গাড়ি বা সাইকেল নিয়ে তৃণমূলের সন্ত্রাস বন্ধ করা যাবে না।’ বিজেপি নেতার আশঙ্কা, আসন্ন নির্বাচনে আসন ধরে রাখতে রীতিমতো সন্ত্রাস হতে পারে।

প্রায় ৮০ হাজারের বেশি বুথে বিজেপি আদৌ বুথ কমিটি তৈরি করতে পারবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। বর্তমানে প্রায় ৮৫ শতাংশ বুথে কমিটি তৈরি হয়নি। খোদ সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তী ফেসবুকে পোস্ট করে মিসড কলে বুথ কমিটি তৈরি করার আবেদন করেছিলেন। এই অবস্থায় বিজেপি রাজ্য নেতাদের ভরসা বাইক বাহিনী। তবে এতগুলি বুথে কয়েক লক্ষ বাইক লাগবে, সেগুলোই বা কোথা থেকে আসবে, উঠছে সেই প্রশ্নও।

Next Article