BJP: কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো-সহ একগুচ্ছ দাবিতে নির্বাচন কমিশনে বিজেপি

Aritra Ghosh | Edited By: Sukla Bhattacharjee

Jun 10, 2023 | 11:43 PM

BJP: রাজ্যে আইন-শৃঙ্খলার অবনতির অভিযোগ তুলে শিশির বাজোরিয়া বলেন, "আইন-শৃঙ্খলা নিয়ে অভিযোগ জানিয়েছি। নমিনেশন জমা দেওয়ার জন্য আরও কয়েকটি জায়গা করা দরকার। অনলাইন নমিনেশনের দাবি জানিয়েছি। তার ফলে স্বচ্ছ ও অবাধ নমিনেশন হবে।"

BJP: কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো-সহ একগুচ্ছ দাবিতে নির্বাচন কমিশনে বিজেপি
নির্বাচন কমিশনের দ্বারস্থ শিশির বাজোরিয়া সহ বিজেপি প্রতিনিধিরা।

Follow Us

কলকাতা: পঞ্চায়েতে মনোনয়নের প্রথম দিন থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে উত্তেজনা। কোথাও বিরোধীদের মারধরের অভিযোগ। কোথাও মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ। আবার মুর্শিদাবাদে এক ব্যক্তিকে খুনের অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে শনিবার একগুচ্ছ দাবি নিয়ে রাজ্য নির্বাচন কমিশনে যায় রাজ্য BJP-র প্রতিনিধি দল। রাজ্য নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর একাধিক অভিযোগে সরব হলেন বিজেপি নেতা শিশির বাজোরিয়া (Sisir Bajoria)। শনিবার রাজ্য নির্বাচন কমিশনের অফিস থেকে প্রায় সওয়া একঘণ্টা পর বেরিয়ে শিশির বাজোরিয়া জানান, সংবাদমাধ্যমে যে ঘটনাগুলি দেখা গিয়েছে সেগুলি তুলে ধরা হয়েছে। মনোনয়ন তোলাকে কেন্দ্র করে সংঘর্ষ, মৃত্যুর ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি নির্বাচন কমিশনের কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করার দাবি পেশ করা হয়েছে বলেও জানান তিনি।

এদিন বিকাল ৫টা ৫ মিনিট নাগাদ রাজ্য নির্বাচন কমিশনের অফিসে ঢোকেন শিশির বাজোরিয়ার নেতৃত্বে রাজ্য বিজেপির এক প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে শিশির বাজোরিয়া ছাড়াও ছিলেন শ্রীমতি শতরূপা, বিশ্বজিৎ দাস ও লোকনাথ চট্টোপাধ্যায়। প্রায় সওয়া এক ঘণ্টা ধরে রাজ্য নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তাঁরা। তারপর সন্ধ্যা সওয়া ৬টা নাগাদ তাঁরা নির্বাচন কমিশনের অফিস থেকে বেরোন।

রাজ্যে আইন-শৃঙ্খলার অবনতির অভিযোগ তুলে শিশির বাজোরিয়া বলেন, “আইন-শৃঙ্খলা নিয়ে অভিযোগ জানিয়েছি। নমিনেশন জমা দেওয়ার জন্য আরও কয়েকটি জায়গা করা দরকার। অনলাইন নমিনেশনের দাবি জানিয়েছি। তার ফলে স্বচ্ছ ও অবাধ নমিনেশন হবে।” অধিকাংশ বিডিও প্রস্তুত নন এবং নমিনেশনের দিন খুবই কম বলেও জানান তিনি। বাজোরিয়ার অভিযোগ, “রাজ্য নির্বাচন কমিশনারে সঙ্গে অল পার্টি মিটিং হয়নি। অনেক রাতে নোটিস পেয়েছি। শাসক দলকে সুবিধা দিতেই এটা করা হয়েছে। প্রথম দিন বিজেপি সব থেকে বেশি মনোনয়ন দিয়েছে, মারও খেয়েছে।”

ভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়ে শিশির বাজোরিয়া আরও বলেন, “রাজ্য মেনে নিয়েছে, তাদের কাছে পর্যাপ্ত বাহিনী নেই। অন্য রাজ্যের কাছে বাহিনী চাওয়া হয়েছে। নির্বাচন কমিশনার কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিবেচনা করবেন। তার আগে যদি হাইকোর্ট দিয়ে দেয় বাহিনী তাহলে কথা-ই নেই।” একইসঙ্গে অস্থায়ী কর্মচারী, যাঁদের নিয়োগ বিচারাধীন, তাঁদের এবং সিভিল ভলান্টিয়ারদের ভোটে ব্যবহার করা যাবে না বলেও কমিশনকে জানিয়েছেন। এছাড়া ১০০ শতাংশ ক্লোজ সার্কিট ক্যামেরা দাবি জানানো হয়েছে বলেও জানান শিশির বাজোরিয়া।

Next Article