Kestopur Student Death: প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা, কেষ্টপুরের ছাত্রদের দেহ উদ্ধারে CBI তদন্তের দাবি বিজেপির

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Sep 06, 2022 | 7:15 PM

Kestopur: মর্গে এতদিন ধরে দেহ পড়ে থাকার পরেও পুলিশের কাছে কোনও খবর ছিল না। এমন পরিস্থিতিতে পুলিশের ভূমিকা নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে। এমন অবস্থায় পদ্ম শিবির থেকে বাগুইআটির ঘটনায় সিবিআই তদন্তের দাবি স্বাভাবিকভাবেই বেশ তাৎপর্যপূর্ণ।

Kestopur Student Death: প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা, কেষ্টপুরের ছাত্রদের দেহ উদ্ধারে CBI তদন্তের দাবি বিজেপির
কেষ্টপুরের ঘটনায় নয়া তথ্য

Follow Us

কলকাতা : বাগুইআটির কিশোরদের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানাল বিজেপি। পুলিশের ভূমিকা নিয়ে ইতিমধ্য়েই বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। তারই মধ্যে বিজেপির থেকে নিরপেক্ষ তদন্তের দাবি স্বাভাবিকভাবেই কিছুটা অস্বস্তি বাড়াচ্ছে রাজ্যের প্রশাসনের। উল্লেখ্য, কেষ্টপুরের দুই কিশোর ১৫ দিন ধরে নিখোঁজ থাকার পর, মঙ্গলবার বসিরহাটের মর্গে তাদের দেহের খোঁজ পাওয়া যায়। ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করলেও, মূল অভিযুক্ত সহ দুই জন এখনও অধরা। মৃত কিশোরদের পরিবার বলছে, ২২ অগস্ট অভিযোগ জানানো হয়েছিল। কিন্তু পুলিশ বলছে, তাঁরা অভিযোগ পেয়েছেন ২৪ অগস্ট।

এদিকে পুলিশি জেরায় উঠে এসেছে, ২২ অগস্ট তাদের হত্যা করে রাস্তার ধারে খালের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। কিন্তু তারপরও মুক্তিপণের দাবিতে এসএমএস আসছিল। এদিকে মর্গে এতদিন ধরে দেহ পড়ে থাকার পরেও পুলিশের কাছে কোনও খবর ছিল না। এমন পরিস্থিতিতে পুলিশের ভূমিকা নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে। এমন অবস্থায় পদ্ম শিবির থেকে বাগুইআটির ঘটনায় সিবিআই তদন্তের দাবি স্বাভাবিকভাবেই বেশ তাৎপর্যপূর্ণ।

মঙ্গলবার বিকেলে সাংবাদিক বৈঠকে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য এই ঘটনার তীব্র সমালোচনা করে জানিয়েছেন, “এমন নির্মম, কদর্য, পৈশাচিক ঘটনা সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গে বা দেশে হয়েছে বলে আমাদের জানা নেই। দুই পড়ুয়া উধাও হয়ে গেল। পরিবার থানায় গেল। মুক্তিপণ দাবি করে ফোন এল। পুলিশ অগ্রাহ্য করল। স্থানীয় কাউন্সিলরের সঙ্গে পরিবার যোগাযোগ করল, তিনিও উদাসীনতা দেখালেন। পুলিশ নীরব দর্শক। মুখ্যমন্ত্রীর কোনও বিবৃতি নেই। বসিরহাট থেকে শুরু করে বাগুইআটি পর্যন্ত সংশ্লিষ্ট পুলিশ অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেই। এখন তো জঙ্গলরাজ চলছে।”

সঙ্গে তিনি আরও বলেন, “দুটি শিশু এভাবে চলে গেল। কোনও প্রতিক্রিয়া নেই মুখ্যমন্ত্রীর। দলের পক্ষ থেকে কোনও ব্যবস্থা নেই। পুলিশ কর্তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হল না। এতটা উদাসীন?  মর্গে যদি শনাক্ত না হওয়া দেহ পড়ে থাকে তাহলে, এর দায়িত্ব কার? যিনি রাজ্যের পুলিশমন্ত্রী আছেন, সংশ্লিষ্ট পুলিশ কমিশনারেটের, সংশ্লিষ্ট থানার।”

শমীক ভট্টাচার্যের দাবি, বিধাননগর কমিশনারেটের যিনি প্রধান আছেন, অবিলম্বে তাঁর অপসারণ করতে হবে। শুধু তাই নয়, এর পাশাপাশি ওই থানার সব পুলিশ অফিসারদের সাসপেন্ড করারও দাবি জানান তিনি। তাঁদের বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবিও তুলেছেন বিজেপি মুখপাত্র। তিনি বলেন, “যারা ওই খুনটি করেছে, তাদেরও যেমন ফাঁসি হওয়া উচিত, একইসঙ্গে ফাঁসিতে ঝোলানো উচিত যিনি ডায়েরি নেননি।” শমীক বাবু আরও সুর চড়িয়ে বলেন, “আগে তো বাগুইআটি থানার আইসিকে গ্রেফতার করুক। আগে পুলিশকে কাস্টডিতে নিক। আমরা এই ঘটনার নিরপেক্ষ তদন্ত চাই। সিবিআই তদন্ত চাই।”

Next Article