BJP Helpline Number: পঞ্চায়েত নির্বাচনে অশান্তির খবর পেতে বিশেষ হেল্পলাইন নম্বর চালু বিজেপির

Anjan Roy | Edited By: Sukla Bhattacharjee

Jun 10, 2023 | 9:41 PM

BJP: ১০ জুন, শনিবার থেকেই বিশেষ দুটি হেল্পলাইন নম্বর চালু করেছে বিজেপি। রাজ্যের যে কোনও প্রান্তে পঞ্চায়েত ভোট নিয়ে যে কোনও ধরনের সন্ত্রাস, হিংসার খবর যে কেউ এই হেল্পলাইন নম্বরে পাঠাতে পারবেন।

BJP Helpline Number: পঞ্চায়েত নির্বাচনে অশান্তির খবর পেতে বিশেষ হেল্পলাইন নম্বর চালু বিজেপির
হেল্পলাইন নম্বর চালু করল বিজেপি।

Follow Us

কলকাতা: পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Vote)  দিন ঘোষণার পর থেকেই রাজ্যজুড়ে উত্তেজনা ছড়িয়েছে। মনোনয়ন তোলার প্রথম দিন থেকেই শাসক ও বিরোধী দলের সদস্যদের সংঘর্ষের ঘটনা বেড়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেই গন্ডগোল, উত্তেজনার খবর আসছে। এই পরিস্থিতিতে এবার বিশেষ হেল্পলাইন নম্বর চালু করল BJP। আজ, শনিবার থেকেই চালু হল এই হেল্পলাইন। মূলত, পঞ্চায়েত ভোট নিয়ে যে কোনও ধরনের সন্ত্রাস, হিংসার খবর বিজেপির এই হেল্পলাইন নম্বরে (Helpline Number) পাঠানো যাবে। যার প্রেক্ষিতে সঙ্গে সঙ্গে পদক্ষেপ করবে বিজেপি।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, ১০ জুন, শনিবার থেকেই বিশেষ দুটি হেল্পলাইন নম্বর চালু করেছে বিজেপি। পঞ্চায়েত ভোট অর্থাৎ ৮ জুলাই পর্যন্ত ২৪×৭ ঘণ্টা চালু থাকবে এই দুটি হেল্পলাইন। বিজেপির কলকাতার অফিস থেকেই পরিচালিত হবে এগুলি। রাজ্যের যে কোনও প্রান্তে পঞ্চায়েত ভোট নিয়ে যে কোনও ধরনের সন্ত্রাস, হিংসার খবর যে কেউ এই হেল্পলাইন নম্বরে পাঠাতে পারবেন। হেল্পলাইন নম্বর দুটি হল- 9230978451, 9230978587।

হেল্পলাইন নম্বরের পাশাপাশি বিশেষ ই-মেইল আইডি চালু করেছে বিজেপি। এই ই-মেইল আইডি এদিন থেকে পঞ্চায়েত ভোটের দিন পর্যন্ত খোলা থাকবে। পঞ্চায়েত ভোট নিয়ে যে কোনও গন্ডগোলের ছবি, ভিডিয়ো এই ই-মেইলে পাঠানো যাবে। যার প্রেক্ষিতে পাল্টা পদক্ষেপ করবে বিজেপি। ই-মেইল আইডি হল- emergencyresponsebjp@gmail.com।

উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা ও মনোনয়ন তোলার শুরু থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তি শুরু হয়েছে। বলা যায়, কোচবিহার, দিনাজপুর থেকে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন প্রান্ত শাসক ও বিরোধী দলের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠে। যদিও শান্তিপূর্ণভাবে ভোট করাতে ও হিংসা ঠেকাতে পুলিশ-প্রশাসনের প্রতি বিশেষ নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন।

Next Article