BJP Bengal: মিসড কলে তৈরি হবে বিজেপির বুথ কমিটি, ফোন নম্বর প্রকাশ অমিতাভের

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Feb 16, 2023 | 5:40 PM

BJP Bengal: ২০১৯-এর লোকসভা নির্বাচন, ২০২১-এর লোকসভা নির্বাচন পার হয়ে গেলেও বিজেপির রাজ্য নেতৃত্ব বুথ গঠন করে উঠতে পারেনি।

BJP Bengal: মিসড কলে তৈরি হবে বিজেপির বুথ কমিটি, ফোন নম্বর প্রকাশ অমিতাভের
অমিতাভ চক্রবর্তী (ফাইল ছবি)

Follow Us

কলকাতা : বিজেপির (Bengal BJP) অভিনব উদ্যোগ। মিসড কলে তৈরি হবে বুথ কমিটি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এমনই বার্তা দিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে দলীয় নেতার এই পোস্টে প্রশ্ন উঠছে দলের অন্দরেই। অমিতাভ তাঁর পোস্টে লিখেছেন, বুথ গঠন করবই, সোনার বাংলা গড়বই। তার জন্য কোন নম্বরে ফোন করতে হবে, সেটাও উল্লেখ করেছেন তিনি। বঙ্গ বিজেপির নেতারা বলছেন, এভাবে কি দল চলে নাকি?

আসলে বহুদিন ধরে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বলছে রাজ্যে বুথ কমিটি করতে। পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় ৮০ হাজার বুথ রয়েছে। প্রতিটি বুথের জন্য একটি করে কমিটি থাকবে, যারা ভোটের দিন দলের হয়ে কাজ করবে। আর সেই কমিটিরই অভাব ছিল এতদিন। ২০১৯-এর লোকসভা নির্বাচন, ২০২১-এর লোকসভা নির্বাচন পার হয়ে গেলেও বিজেপির রাজ্য নেতৃত্ব সেই বুথ গঠন করে উঠতে পারেনি। এতদিনে ৪০ হাজার বুথের মধ্যে খুব বেশি হলে ১০ হাজার মতো বুথ কমিটি তৈরি হয়েছে। সংখ্যালঘুদের এলাকায় কোনও বুথ কমিটিই নেই।

এই অবস্থায় বিজেপির সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তী ফেসবুকে আবেদন করলেন, মিসড কলে বুথ কমিটি তৈরি হোক। আর তা নিয়েই দলের মধ্যে শুরু হয়েছে গুঞ্জন। কেউ কেউ বলছেন , এভাবে দল চলে না। তাঁরা প্রশ্ন তুলেছেন, মিসড কল দিয়ে সদস্য তৈরি করে বুথ কমিটির মতো এতটা গুরুত্বপূর্ণ কাজ কী করে হবে? তাঁদের দাবি, এমনও তো হতে পারে, মিসড কলে সদস্য হয়ে তাঁরা খবর পাচার করছেন অন্য দলে। সে ক্ষেত্রে নির্বাচনের দিন দলের সব খবর অন্য দলের কাছে চলে যাবে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

যদিও এই মত মানতে নারাজ বিজেপি মুখপত্র সমীক ভট্টাচার্য। তিনি বলেন, ‘আমাদের দল, আমরা আমাদের মতো করে সাজাব। তাতে কারও গায়ে লাগলে লাগবে। ‌কে কী বলল, তাতে কিছু যায় আসে না।’

Next Article