কলকাতা: লোকসভা ভোটের পর ফের উপনির্বাচনেও ফল খারাপ রাজ্য বিজেপির। জেতা আসনও হেরেছে পদ্মশিবির। সামনেই আবার বিধানসভা নির্বাচন। বিরোধী দল বিজেপি কি আদৌ দখল করতে পারবে এ বাংলার মাটি? এবার সেই নিয়েই মুখ খুললেন বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ অর্জুন সিং। শুধু তাই নয়, দলের কী কী ভুল রয়েছে তা সবটা তুলেও ধরলেন তিনি।
এ দিন অর্জুন নিশানা করেন কেন্দ্রীয় নেতৃত্বকে। তিনি বলেছেন, “বারে বারে বুঝিয়েও আমাদের কেন্দ্রের নেতারা বুঝছে না । যেভাবে বিজেপি চলছে সেভাবে ক্ষমতা দখল হবে না।” প্রাক্তন সাংসদ মনে করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে গেলে জঙ্গী আন্দোলন করতে হবে। বামেদের সরাতে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় মাটি কামড়ে আন্দোলন সংগঠিত করেছিলেন, সেই একই পদ্ধতি অবলম্বন করতে হবে তাঁকে সরাতে। অর্জুন বলেন, “সরকারকে সরাতে গেলে পতাকা ছাড়া নামতে হবে।”
এরপরই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ তোলেন অর্জুন। শুভেন্দুর নেতৃত্বে দল এগোবে বলেই মনে করেন তিনি। বলেন, “আমার দলের সাত জন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ভূমিকা পালন করতে পারে একা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁরই কায়দায় সরাতে হবে। ওরা অনেক সুযোগ দিয়েছে।মাঠে নেমে লড়াই চাই। অস্ত্র ধরতে হবে।” প্রাক্তন সাংসদ বলেছেন, “আমরা যারা লড়াই করে সিপিএমকে সরিয়ে ছিলাম তাদের বাধা দেওয়া হচ্ছে। তাদের কাজে লাগানো হচ্ছে না। যারা যারা তৃণমূলের বিরোধী সবাইকে সঙ্গে নিতে হবে। সিপিএম-এর ভিতরেও লোক নিতে হবে।”