দিল্লিতে ডাক দিলীপকে, বেসুরোদের নিয়ে কি আরও কড়া সিদ্ধান্তের পথে দল, জোরাল জল্পনা

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Jul 10, 2021 | 5:25 PM

Dilip Ghosh: সূত্রের খবর, দিল্লি থেকে ডেকে পাঠানো হয়েছে দিলীপ ঘোষকে।

দিল্লিতে ডাক দিলীপকে, বেসুরোদের নিয়ে কি আরও কড়া সিদ্ধান্তের পথে দল, জোরাল জল্পনা
ফাইল ছবি

Follow Us

কলকাতা: দিল্লি যাচ্ছেন দিলীপ ঘোষ। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, বিএল সন্তোষের সঙ্গে বৈঠকে বসছেন দলের রাজ্য সভাপতি। রবিবার সেই বৈঠক হওয়ার কথা। শনিবারই দিল্লির উদ্দেশে রওনা হচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি। বেসুরোদের বিরুদ্ধে কি আরও কড়া ব্যবস্থা নিতে চলেছে দল? জল্পনা চলছে রাজনৈতিক মহলে।

সূত্রের খবর, দিল্লি থেকে ডেকে পাঠানো হয়েছে দিলীপ ঘোষকে। কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকে ডেকেছে। রবিবার সকাল ১১টা নাগাদ একটি বৈঠক হওয়ার কথা। জেপি নাড্ডার বাসভবনে সেই বৈঠক হতে পারে বলে সূত্রের খবর। না হলে বিজেপির সদর দফতরেও তা হতে পারে। বিজেপির তরফে খবর, ভোটের পর কোন পথে এগোনো হবে তার একটা পথনির্দেশ এই বৈঠক থেকে উঠে আসতে পারে।

দিলীপ ঘোষ এ প্রসঙ্গে বলেন, “জেপি নাড্ডাজী ফোন করেছিলেন। দিল্লি যেতে বলেছেন। আজ রাতেই যাচ্ছি। কালকে তাঁর সঙ্গে বৈঠকের কথা আছে। নির্বাচনের পরে তাঁর সঙ্গে বসব ভেবেছিলাম। বসা হয়নি। এবার উনি ডেকেছেন। যে সব বিষয় আলোচনা করার ছিল, করে আসব।” আরও পড়ুন: কোভ্যাক্সিনকে অনুমোদন দেবে হু? সিদ্ধান্ত ৬ সপ্তাহে

কিন্তু একইসঙ্গে গত কয়েকদিনে বাংলায় যে ভাবে দলের বিরুদ্ধে বিজেপির অন্দরে ‘বেসুরো’র সংখ্যা বাড়ছে তা নিয়েও আলোচনা হতে পারে বলে খবর। শোকজ করা হয়েছে বিজেপির মহিলা মোর্চার সাধারণ সম্পাদক অমৃতা বন্দ্যোপাধ্যায়কে। তিনিও ফেসবুক লাইভ করে বিষোদগার করেছিলেন দলের বিরুদ্ধে। এ ছাড়াও গত কয়েকদিনে আরও বেশ কয়েকজন নেতা দলের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছেন। কেউ কেউ আবার শাসক শিবিরের ঘনিষ্ঠ হওয়ারও চেষ্টা করেছেন প্রকাশ্যে। তাঁদের নিয়েও আলোচনা করতেই দিলীপের দিল্লি সফর কি না তা এখনও স্পষ্ট নয়।

Next Article