JP Nadda: বিজেপির পূর্বাঞ্চলীয় পঞ্চায়েত সম্মেলন এবার বাংলায়, আসছেন নাড্ডা, থাকতে পারেন নমো-ও

Anjan Roy | Edited By: সায়নী জোয়ারদার

Aug 08, 2023 | 11:53 AM

BJP: পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে যে সমস্ত জেলা পরিষদে বিজেপি ক্ষমতায় সেখানকার জয়ী জেলা পরিষদ প্রার্থী ও জেলা পরিষদের সভাধিপতিদের ডাকা হয়েছে এই সম্মেলনে। বাংলা থেকেও ডাক পেয়েছেন অনেকেই।

JP Nadda: বিজেপির পূর্বাঞ্চলীয় পঞ্চায়েত সম্মেলন এবার বাংলায়, আসছেন নাড্ডা, থাকতে পারেন নমো-ও
জেপি নাড্ডা।

Follow Us

কলকাতা: পঞ্চায়েত ভোট মিটতেই এবার লোকসভা ভোটের প্রস্তুতি শুরু। চলতি সপ্তাহেই রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। ১১ অগস্ট কিংবা ১২ অগস্ট কলকাতায় আসার কথা নাড্ডার। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে বিজেপির পূর্বাঞ্চলীয় পঞ্চায়েত সম্মেলন রয়েছে। বিজেপির পূর্বাঞ্চলের (বাংলা, বিহার, ঝাড়খণ্ড, অসম, ত্রিপুরা পূর্বাঞ্চলীয় রাজ্যের মধ্যে পড়ে) জেলা পরিষদের যে জয়ী প্রার্থীরা রয়েছেন, তাঁদের নিয়ে একটি সম্মেলন হবে কোলাঘাটে। এ রাজ্য থেকে ৩১ জন জেলা পরিষদের জয়ী প্রার্থী সেখানে থাকবেন। সেই সম্মেলনে প্রধানমন্ত্রীর ভার্চুয়ালি ভাষণ দেওয়ার কথাও শোনা যাচ্ছে। বিএল সন্তোষ-সহ একাধিক কেন্দ্রীয় নেতা এই সম্মেলন উপলক্ষে রাজ্যে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। ‌

পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে যে সমস্ত জেলা পরিষদে বিজেপি ক্ষমতায় সেখানকার জয়ী জেলা পরিষদ প্রার্থী ও জেলা পরিষদের সভাধিপতিদের ডাকা হয়েছে এই সম্মেলনে। বাংলা থেকেও ডাক পেয়েছেন অনেকেই। রাজনৈতিক মহলের মতে, ২০২৪-এ লোকসভা ভোট। তার আগে সংগঠনকে একেবারে পঞ্চায়েত স্তর থেকে মজবুত রাখাই লক্ষ্য। গ্রামস্তরে আরও বেশি করে কেন্দ্র সরকারের প্রকল্পগুলির প্রচারের দিকে ঝুঁকছে দলের নেতারা।

বিজেপির পাশাপাশি হিন্দুত্ববাদী সংগঠনগুলিও আগামী কয়েক মাসে একাধিক কর্মসূচি নিয়েছে বাংলায়। ডিসেম্বরে ব্রিগেডে গীতাপাঠ, ব্লকে ব্লকে দুর্গাপুজোয় অংশগ্রহণ তো আছেই। এরইমধ্যেই আবার রথযাত্রাও শুরু হচ্ছে। আয়োজক বিশ্ব হিন্দু পরিষদ। একুশের ভোটের আগে যে ছবি দেখা গিয়েছিল, তারই পুনরাবৃত্তি হতে চলেছে আবারও। লোকসভা ভোটের আগে চার জায়গা থেকে রথ বের করতে চলেছে বিজেপি। ১ অক্টোবর থেকে ৮ অক্টোবর এই রথযাত্রা হবে।

Next Article