Rakesh Singh: ফ্ল্যাট জবরদখল ও মারধরের অভিযোগ, ফের পুলিশের জালে বিজেপি নেতা রাকেশ সিং
Rakesh Singh arrested: জানা গিয়েছে, কসবায় একটি বহুতলে রাকেশ সিংয়ের একটি ফ্ল্যাট রয়েছে। ওই বহুতলেরই একটি ফ্ল্যাট জবরদখল করে রাখার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। ওই ফ্ল্যাটের মালিক এদিন শ্রমিক নিয়ে গিয়ে ফ্ল্যাট থেকে জিনিসপত্র সরাতে গেলে রাকেশ দলবল নিয়ে গিয়ে হামলা চালায় বলে অভিযোগ। আক্রান্তের অভিযোগ, হামলাকারীদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল। হামলায় জখম হন ফ্ল্যাটের মালিক চন্দু খাঁ।

কলকাতা: কিছুদিন আগেই প্রদেশ কংগ্রেস দফতরে ভাঙচুরের ঘটনায় গ্রেফতার করা হয়েছিল তাঁকে। জামিনে ছাড়া পেয়েছিলেন। এবার ফ্ল্যাট দখল ও মারধরের অভিযোগে ফের গ্রেফতার করা হল বিজেপি নেতা রাকেশ সিংকে। কসবায় একটি ফ্ল্যাট জবরদখল করে রাখার অভিযোগ ওঠে রাকেশের বিরুদ্ধে। সোমবার ওই ফ্ল্যাটের মালিক ও তাঁর পুত্রদের মারধরের অভিযোগ উঠে রাকেশ ও তাঁর ছেলেমেয়ের বিরুদ্ধে। রাকেশের পাশাপাশি তাঁর ছেলেকে গ্রেফতার করা হয়েছে। আর তাঁর নাবালিকা মেয়েকে আটক করেছে কসবা থানার পুলিশ।
জানা গিয়েছে, কসবায় একটি বহুতলে রাকেশ সিংয়ের একটি ফ্ল্যাট রয়েছে। ওই বহুতলেরই একটি ফ্ল্যাট জবরদখল করে রাখার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। ওই ফ্ল্যাটের মালিক এদিন শ্রমিক নিয়ে গিয়ে ফ্ল্যাট থেকে জিনিসপত্র সরাতে গেলে রাকেশ দলবল নিয়ে গিয়ে হামলা চালায় বলে অভিযোগ। আক্রান্তের অভিযোগ, হামলাকারীদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল। হামলায় জখম হন ফ্ল্যাটের মালিক চন্দু খাঁ। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্রান্ত হয়েছেন তাঁর ছেলে সপ্তর্ষি খাঁ। বন্দুকের বাঁট, ছুরি দিয়ে মারধর করার অভিযোগ উঠেছে বিজেপি নেতা রাকেশ সিং, তাঁর ছেলে ও মেয়ের বিরুদ্ধে। অভিযুক্ত রাকেশ সিং, তাঁর ছেলে ও মেয়েকে গ্রেফতার করেছে কসবা থানার পুলিশ।
চন্দু খাঁয়ের আর এক পুত্র রাজর্ষি খাঁ বলেন, “চারতলায় রাকেশ সিংয়ের একটি ফ্ল্যাট রয়েছে। তিনতলায় জবরদস্তি আমাদের একটি ফ্ল্যাট দখল করে রেখেছে। ওখানে নিজেদের জিনিসপত্র রেখেছে। জিনিসপত্র সরানোর জন্য বারবার বলেছি। কিন্তু, সরাননি। আমরা ভাড়া দেব বলে আজকে শ্রমিকদের নিয়ে গিয়ে তাঁদের জিনিসপত্রগুলি নামিয়ে রাখছিলাম। তখন ৮-৯ জনকে নিয়ে এসে আমার বাবা ও ভাইকে মারধর করে। ওদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। বন্দুকের বাঁট দিয়ে মেরেছে। যাতে দেখতে না পায়, তার জন্য চোখে স্প্রে করে। আমার বাবাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। আমার উপরও ছুরি নিয়ে হামলা চালায়।” রাকেশের বিরুদ্ধে অনেক মামলা রয়েছে বলে তাঁর অভিযোগ।
কিছুদিন আগে প্রদেশ কংগ্রেস দফতরে ভাঙচুরের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল রাকেশকে। বর্তমানে জামিন পেয়ে জেলের বাইরে ছিলেন তিনি। সেই রাকেশকেই এদিন ফের গ্রেফতার করা হয়।
