‘কালীঘাটেই পাবেন লেডি তালিবান’, সায়ন্তনের মন্তব্যে মদনের মিসাইল, ‘বেশি লেডি লেডি করলে…’

TV9 Bangla Digital | Edited By: সৈকত দাস

Aug 22, 2021 | 6:07 PM

Sayantan Basu: ''তালিবানি শাসনে যা যা ঘটছে সেই কায়দায় পশ্চিমবঙ্গ চলছে। লেডি তালিবান যদি দেখতে চান তাহলে পশ্চিমবঙ্গে চলে আসুন। টিকিট কাটার দরকার নেই, তালিবানে যাওয়ার দরকার নেই।''

‘কালীঘাটেই পাবেন লেডি তালিবান’, সায়ন্তনের মন্তব্যে মদনের মিসাইল, বেশি লেডি লেডি করলে...
অলংকরণ: অভীক দেবনাথ

Follow Us

কলকাতা: “লেডি তালিবান যদি দেখতে চান তাহলে পশ্চিমবঙ্গে চলে আসুন। টিকিট কাটার দরকার নেই, কাবুলে যাওয়ার দরকার নেই, কালিঘাটে দেখতে পাবেন…” রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) নাম না করে বিজেপি নেতা (BJP Leader) সায়ন্তন বসুর কটাক্ষ ঘিরে শুরু হল তীব্র বিতর্ক। সায়ন্তনদের পাল্টা বিঁধলেন তৃণমূল (TMC) নেতৃত্বও।

এদিন সল্টলেকের বিডি মার্কেটে বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে আয়োজিত এক রাখি বন্ধন উৎসবে হাজির ছিলেন সায়ন্তন বসু। সল্টলেক বিডি ব্লকের রাখি বন্ধন উৎসবে বিজেপি নেতা সায়ন্তন বসু দলীয় মহিলা কর্মী সমর্থকরা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদকের হাতে রাখি পরিয়ে দেন। সেখান থেকে নাম না করে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করেন সায়ন্তন। মেদিনীপুরের দাঁতনে বিজেপি নেতাকে পিটিয়ে খুনের ঘটনার সমালোচনায় সায়ন্তন বলেন, “শুধু দাঁতন কেন চতুর্দিকে এই ঘটনা ঘটছে। তালিবানি শাসনে যা যা ঘটছে সেই কায়দায় পশ্চিমবঙ্গ চলছে। লেডি তালিবান যদি দেখতে চান তাহলে পশ্চিমবঙ্গে চলে আসুন। টিকিট কাটার দরকার নেই, তালিবানে যাওয়ার দরকার নেই। কালীঘাটেই দেখতে পাবেন। কালীঘাটে যে লেডি তালিবান থাকে তাকে উদ্দেশ্য করে বলছি…।”

তিনি আরও বলেন, রাখি বন্ধন উৎসব সকলে একসঙ্গে থাকুক। বাংলায় যে তালিবানি প্রথা চলছে সেই প্রথার সমাপ্ত হোক। কারণ পশ্চিমবঙ্গে এই সরকার থাকা মানে তালিবানরা উত্তীর্ণ হবেন। সায়ন্তন আরও যোগ করেন, “আলাদা রাষ্ট্রের দাবি সবসময় অবৈধ, আলাদা রাজ্যের দাবি অবৈধ নয়। ঝাড়খণ্ড হয়েছিল বিহারের মধ্য থেকে। আমাদের কথা এখনও পরিষ্কার। পশ্চিমবঙ্গে বিভাজন নয়। কারণ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জিওগ্রাফি বাউন্ডারি তৈরি করে দিয়েছেন। তার বাইরে আমরা যাব না। পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি পার্টি কোনভাবে বিভাজন চায় না খুব পরিষ্কার কথা।”

এদিকে সায়ন্তনের লেডি তালিবান মন্তব্য নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। সাংবাদিক বৈঠক থেকে সায়ন্তনকে কার্যত হুঁশিয়ারি দেন তৃণমূল মহাসচিব পার্থ চ্যাটার্জি। বলেন, ‘এ ধরনের কথা হলে তৃণমূল কিন্তু ছেড়ে কথা বলবে না। পাশাপাশি এ নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। তাঁর কথায়, “দিলীপ ঘোষ বলছেন বারমুডা পড়তে হবে। ওদের সব সময় লেডির দিকে নজর। ওরা হয়ত ‘লেডি কিলার’। তবে বেশি লেডি লেডি করলে মা আসছে ত্রিশূল নিয়ে। খুব সাবধান বিজেপি।” আরও পড়ুন: দিলীপের উত্তরসূরি বেছে নিতে সক্রিয় সঙ্ঘ, বৈঠকে উঠে এল নতুন সম্ভাব্য নাম 

Next Article