কলকাতা: ক্যানিং থেকে ভাঙড়। চোপড়া থেকে ইন্দাস। পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) মনোনয়ন পর্বে রাজ্যের নানা প্রান্ত থেকে দফায় দফায় এসেছে অশান্তির খবর। ঝরেছে রক্ত। গিয়েছে প্রাণ। এমতাবস্থায়, ভোটের আগে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটে নামতে চলেছে কেন্দ্রীয় বাহিনী। রাজ্য নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এরইমধ্যে সুকান্তর চিঠি নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়ে গিয়েছে নতুন চর্চা। চিঠি যে তিনি দিয়েছেন সে কথা জানিয়ে ইতিমধ্যেই টুইটও করেছেন বালুরঘাটের সাংসদ।
এদিকে হাইকোর্টের কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সিদ্ধান্ত ইতিমধ্যেই পুনর্বিবেচনা করার আবেদন করেছে রাজ্য সরকার। সব জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের রায় পুনর্বিবেচনার দাবি জানিয়ে দায়ের হয়েছে রিভিউ পিটিশন। যা নিয়েও অমিত শাহকে লেখা চিঠিতে উদ্বেগ প্রকাশ করেছেন সুকান্ত। পাশাপাশি বীরভূমে তৃণমূলের পার্টি অফিসের পাশে থাকা এক বাড়ি থেকে বোমা উদ্ধারের কথাও এই চিঠিতে উল্লেখ করেছেন তিনি। উল্লেখ করেছেন ভাঙড়, চোপড়ার অশান্তির খবরও।
Wrote a letter to Union Home Minister Shri @AmitShah ji apprising him about the serious law and order situation in West Bengal and requested his kind attention for free and fair panchayat election in the state. pic.twitter.com/TMbupSMaoy
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) June 16, 2023
চিঠিতে সুকান্ত লিখছেন, “মনোনয়ন পর্বেই বাংলায় তিনজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়ের ২জন, উত্তর দিনাজপুর জেলার চোপড়ার ১ জন রয়েছে। এই সঙ্কটজনক পরিস্থিতিতে ভোটমুখী বাংলার মানুষের নিরাপত্তা দেওয়া খুবই দরকারি হয়ে পড়েছে। দরকার স্বচ্ছ ভোট। আর সে কারণেই হিংসা, অশান্তি ঠেকাতে দ্রুত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনও বিশেষভাবে দরকার।” এখন দেখার সুকান্তর এই চিঠির পর কী পদক্ষেপ নেয় অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক। প্রসঙ্গত, আগামী ৮ জুলাই বাংলায় এক দফায় হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন। ১১ জুলাই ফলপ্রকাশ। এদিকে ইতিমধ্য়েই শেষ হয়েছে মনোনয়ন জমার কাজ। প্রত্যাহারের শেষ দিন ২০ জুন।