Kamduni: সুপ্রিম কোর্টে কামদুনির জন্য লড়বেন সুষমা স্বরাজের কন্যা বাঁশুরি, জানালেন সুকান্ত

Aritra Ghosh | Edited By: সায়নী জোয়ারদার

Oct 07, 2023 | 7:17 PM

Kamduni: কামদুনিকাণ্ডে নিম্ন আদালত ফাঁসির সাজা শুনিয়েছিল তিনজনকে। আরও তিনজনের যাবজ্জীবন হয়। গত শুক্রবার এই মামলার রায়দান হয় কলকাতা হাইকোর্টে। সেখানে ফাঁসির সাজাপ্রাপ্তদের একজনকে বেকসুর খালাস করে দেয় আদালত। বাকি দু'জনের আমৃত্যু কারাবাস হয়।

Kamduni: সুপ্রিম কোর্টে কামদুনির জন্য লড়বেন সুষমা স্বরাজের কন্যা বাঁশুরি, জানালেন সুকান্ত
বিজেপি নেতা সুকান্ত মজুমদার।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: কামদুনি-মামলা এবার সুপ্রিম কোর্টের পথে। আর সেখানে মামলা হলে আইনজীবী দিয়ে সহযোগিতার সম্পূর্ণ আশ্বাস বিজেপির রাজ্য সভাপতির। শনিবার কামদুনিতে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখানে তিনি জানান, সুষমা স্বরাজের মেয়ে বাঁশুরি স্বরাজ বিনা পয়সায় এই মামলা লড়বেন সুপ্রিম কোর্টে। শুধু তাই নয়, সুকান্ত বলেন, রাজ্য সরকারকে এই গ্রামের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রাজ্য সরকার তা না পারলে বিজেপির তরফে বেসরকারি নিরাপত্তা দেওয়া হবে।

কামদুনিকাণ্ডে নিম্ন আদালত ফাঁসির সাজা শুনিয়েছিল তিনজনকে। আরও তিনজনের যাবজ্জীবন হয়। গত শুক্রবার এই মামলার রায়দান হয় কলকাতা হাইকোর্টে। সেখানে ফাঁসির সাজাপ্রাপ্তদের একজনকে বেকসুর খালাস করে দেয় আদালত। বাকি দু’জনের আমৃত্যু কারাবাস হয়। অন্যদিকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তিনজনের একজনকে বেকসুর খালাসের পাশাপাশি আরও দু’জনের সাজা রদ করা হয়।

তারই প্রতিবাদে গর্জে ওঠে কামদুনি। পুলিশ, সিআইডির ভুল রিপোর্টের কারণে এই রায় বলে দাবি করেন কামদুনির প্রতিবাদী মুখ মৌসুমী কয়াল। শনিবার নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যান সুকান্ত মজুমদার। সেখানেই সুকান্ত বলেন, “নির্যাতিতার মা চাইছেন ওনার মেয়ের সঙ্গে যে জঘন্য অপরাধ হয়েছে তার বিচার হোক। সেই বিচারের জন্য সুপ্রিম কোর্ট যেতে হবে। বিজেপির পক্ষ থেকে আমরা আশ্বস্ত করছি আইনজীবী আমরা দিয়ে সাহায্য করব। নাম করা আইনজীবী বাঁশুরি স্বরাজ রাজি হয়েছেন। তিনি বিনা পয়সায় এই মামলা সুপ্রিম কোর্টে লড়তে রাজি হয়েছেন। তাছাড়া আমি বিরোধী দলনেতার সঙ্গে কথাও বলে এসেছি, রাজ্য সরকার ওনাদের নিরাপত্তার ব্যবস্থা না করলে আমরা আপাতত ২-৩টি বেসরকারি নিরাপত্তার ব্যবস্থা করব। গ্রামবাসীদের উপর গুলি চলেছে, মার খেয়েছে। তাদের নিরাপত্তা দরকার।”

Next Article