কলকাতা: বেলাগাম বাস, অটো-সহ গণপরিবহণের ভাড়া। এবার বিজেপি বিধায়কদের পথে নামার নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী। সোমবার বিধানসভায় পরিষদীয় দলের বৈঠকে শুভেন্দুর নির্দেশ, বিধায়করা এলাকায় এলাকায় যান। গণপরিবহণের ক্ষেত্রে কোথায় কোথায় দাম বাড়ছে দেখুন। পুরসভায় কী ভাবে প্রার্থী বাছাই হবে সে তথ্যও দেওয়ার কথা বলেছেন শুভেন্দু অধিকারী।
একই সঙ্গে এদিনের পরিষদীয় বৈঠকে খুব স্বাভাবিক ভাবেই উঠে এসেছে ‘দল ভাঙা’র প্রসঙ্গ। বিজেপির টিকিটে জেতা অথচ শাসকদলে যোগ দেওয়া বিধায়কের সংখ্যাও বাড়ছে। শুভেন্দু সাফ জানিয়েছেন, বাবুল সুপ্রিয়র পথেই হাঁটতে হবে বাকিদেরও। এদিন শুভেন্দু অধিকারী বলেন, “সবাইকে বাবুল সুপ্রিয়র পথ নিতেই হবে। যে যাই ভাবুক না কেন, প্রতিটা কেন্দ্রে উপনির্বাচন আমি করিয়েই ছাড়ব।”
তৃণমূলে যোগ দেওয়ার পরই আসানসোলের সাংসদ পদ থেকে ইস্তফা দেন বাবুল সুপ্রিয়। তিনি প্রথম থেকেই বলে এসেছেন, সাংসদ হিসাবে ইস্তফা দিয়েই অন্য দল তিনি করবেন। কথাও রেখেছেন বাবুল। বিজেপির কাছে যা দৃষ্টান্তই তৈরি করেছে।
সোমবার পরিষদীয় দলের বৈঠক করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এদিন বিধানসভায় শীতকালীন অধিবেশনের প্রথম দিন ছিল। এদিনই পরিষদীয় দলের বৈঠক ডাকেন বিরোধী দলনেতা। গোটা অধিবেশনটা কোন পথে বিজেপি এগোবে, তা নিয়ে এদিনের বৈঠকে আলোচনা হয় বলে সূত্রের খবর।
সূত্রের খবর, রীতিমতো প্রশ্নোত্তর পর্ব চলেছে এদিন বিরোধী দলনেতার ঘরে। বিজেপি বিধায়করা নানা বিষয়ে বহু প্রশ্ন করেন শুভেন্দুকে, তিনি তার জবাবও দেন। প্রায় ঘণ্টা দেড়েক ধরে এই বৈঠক চলে।
সূত্রের খবর, এই বৈঠকেই শুভেন্দু দলের বিধায়কদের পথে নামার বার্তা দেন। পথে নেমে কী ভাবে আন্দোলন করতে হবে, কোন পথে এগোতে হবে সে সম্পর্কেই ধারনা দেন। আপাতত গণপরিবহণে ইচ্ছামতো ভাড়া বৃদ্ধিকে সামনে রেখই দলের নেতাদের পথে নামতে বার্তা দেন শুভেন্দু। এমনটাই সূত্রের দাবি।
বারবার অভিযোগ ওঠে, বাস-অটো-ট্যাক্সি বিভিন্ন গণ পরিবহণে ইচ্ছামতো ভাড়া হাঁকা হয়। অথচ সেখানে সরকারের কোনও নিয়ন্ত্রণ নেই। সরকার ভাড়া বাড়ানোর বিরোধী বললেও, পরোক্ষ ভাবে যাত্রীদের উপর বেসরকারি পরিবহণ ক্ষেত্রে ইচ্ছামতো ভাড়া দিতে বাধ্য হন যাত্রীরা। বিজেপি এবার এই জনগণের ইস্যুকে সামনে রেখেই ময়দানে নামতে চলেছে বলে সূত্রের খবর। বাসস্ট্যান্ড, অটোস্ট্যান্ডগুলিতে নিয়ে মানুষকে বোঝাবেন তাঁরা।
একই সঙ্গে সূত্রের দাবি, এদিন পুরসভার ভোট নিয়েও একটা আলোচনা হয়েছে। কোথায় কে প্রার্থী হবে, তা নিঃসন্দেহে কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদনের পরই চূড়ান্ত হবে। সূত্রের খবর, শুভেন্দু দলীয় বিধায়কদের জানিয়েছেন, কোনও নাম নিয়ে কারও বলার থাকলে বিরোধী দলনেতাকে নিঃসঙ্কোচে তা বলতে পারেন।
আরও পড়ুন: কিছুটা নামল রাজ্যের দৈনিক সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষাও কম