Suvendu on Bangladesh: ‘রাজনীতির রঙ ভুলে হিন্দুরা একজোট হন’, বার্তা দিলেন শুভেন্দু

Pradipto Kanti Ghosh | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 03, 2024 | 1:43 PM

Suvendu on Bangladesh: শুভেন্দু অধিকারী বলেন, "মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। ইস্কনের পক্ষ থেকে যাঁরা গোটা পৃথিবী ব্যাপী ছড়িয়ে আছেন তাঁদের ভয়ঙ্করভাবে রিয়্যাক্ট করা উচিত।" বাংলাদেশে হামাস, আইএস, তালিবানের থেকেও খারাপ একটি জঙ্গিবাদ কাজ করছে বলে এ দিন জানান বিধানসভার বিরোধী দলনেতা।"

Suvendu on Bangladesh: রাজনীতির রঙ ভুলে হিন্দুরা একজোট হন, বার্তা দিলেন শুভেন্দু
শুভেন্দু অধিকারী, বিধানসভার বিরোধী দলনেতা
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা: বাংলাদেশে চলছে অস্থির পরিস্থিতি। অভিযোগ আসছে সেখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হচ্ছে। প্রভাব পড়েছে এ রাজ্যেও। এবার হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি আবেদন করেছেন, প্রত্যেক হিন্দু যাতে রাজনীতির রঙ ভুলে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদে সামিল হয়।

শুভেন্দু অধিকারী বলেন, “মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। ইস্কনের পক্ষ থেকে যাঁরা গোটা পৃথিবী ব্যাপী ছড়িয়ে আছেন তাঁদের ভয়ঙ্করভাবে রিয়্যাক্ট করা উচিত।” বাংলাদেশে হামাস, আইএস, তালিবানের থেকেও খারাপ একটি জঙ্গিবাদ কাজ করছে বলে এ দিন জানান বিধানসভার বিরোধী দলনেতা। তিনি বলেন, “সন্ন্যাসীদের আইনজীবীদের মৃত্যু মুখে ফেলা হচ্ছে। নয়ত গ্রেফতার করা হচ্ছে। গোটা পৃথিবীর হিন্দুদের সময় হয়েছে রাজনীতির রঙ ভুলে ঐক্যবদ্ধ হওয়া।” একই সঙ্গে সে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের হস্তক্ষেপ দাবি করেছেন শুভেন্দু অধিকারী।

উল্লেখ্য, সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির পর থেকে নতুন করে উত্তপ্ত হয়েছে বাংলাদেশ। হিন্দুদের উপর যখন অত্যাচার হচ্ছে সেই আবহে ফের পিছিয়ে গিয়েছে চিন্ময়কৃষ্ণ দাসের জামিন মামলা। আদালতে কোনও আইনজীবী উপস্থিত না হওয়ায় পিছিয়ে গিয়েছে সেই মামলা। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী বছরের ২ জানুয়ারি। অর্থাৎ প্রায় এক মাস ধরে জেল থেকে মুক্তি পাওয়ার কোনও সম্ভাবনাই নেই সন্ন্যাসীর। অপরদিকে, ইসকনের তরফে জানানো হয়েছে, যাঁরা মামলায় চিন্ময় দাসের হয়ে দাঁড়িয়েছেন, তাঁদের প্রায় সকলকেই বিভিন্ন মামলায় অভিযুক্ত হিসেবে জড়িয়ে দেওয়া হয়েছে। অনেকেই গ্রেফতার হয়েছেন বলেও খবর।

 

 

 

Next Article