Suvendu Adhikari: দিল্লি গেলেন শুভেন্দু, মঙ্গলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতির সঙ্গে বৈঠক

Pradipto Kanti Ghosh | Edited By: সায়নী জোয়ারদার

Oct 03, 2023 | 5:27 AM

Suvendu Adhikari: সোমবার দিল্লিতে যখন কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার সুর চড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময় কলকাতায় সুর গরম শুভেন্দু অধিকারীর। দাবি করেছেন, ১০০ দিনের কাজে এ রাজ্যের প্রভূত দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতির তদন্ত সিবিআই করুক, দাবি করেছেন শুভেন্দু।

Suvendu Adhikari: দিল্লি গেলেন শুভেন্দু, মঙ্গলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতির সঙ্গে বৈঠক
শুভেন্দু অধিকারী।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: দিল্লি গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার রাতের বিমানেই রাজধানী গেলেন তিনি। আগামিকাল মঙ্গলবার দিল্লিতে প্রতিবাদ কর্মসূচি তৃণমূলের। রাজ্যের শাসকদলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মঙ্গলবার থেকেই তার ঝাঁঝ চড়ছে। সূত্রের খবর, এরইমধ্যে বিজেপি শীর্ষ নেতৃত্বের দিল্লিতে জরুরি তলব শুভেন্দুকে। রাতেই দিল্লি যাওয়ার বিমান ধরেন তিনি। সূত্রের দাবি, গুরুত্বপূর্ণ কাজ রয়েছে মঙ্গলবার। শুভেন্দু জানান, সকাল ১১টা ও বিকাল ৪টেয় কর্মসূচি আছে তাঁর সূত্রের খবর, গুরুত্বপূর্ণ সাক্ষাৎ হবে।

শুভেন্দু অধিকারী জানান, মঙ্গলবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতির সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। গ্রামোন্নয়ন মন্ত্রকের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি। শুভেন্দু বলেন, “আমি গিয়ে বলব ভুয়ো জব কার্ড যেন আইনের আওতায় আসে। চেষ্টা করব যারা লুঠ করেছেন, তাঁদের বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করা হয়।”

সোমবার দিল্লিতে যখন কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার সুর চড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময় কলকাতায় সুর গরম শুভেন্দু অধিকারীর। দাবি করেছেন, ১০০ দিনের কাজে এ রাজ্যের প্রভূত দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতির তদন্ত সিবিআই করুক, দাবি করেছেন শুভেন্দু।

যে জব কার্ড হোল্ডারদের অধিকার বুঝে নিতে তাঁদের দিল্লি নিয়ে গিয়েছেন অভিষেক, এদিন সেই জব কার্ড নিয়েও বিস্তর অভিযোগ তোলেন শুভেন্দু। জব কার্ডের ক্ষেত্রেও বাংলায় দুর্নীতি হয়েছে বলে দাবি করেন বিরোধী দলনেতা। তিনি বলেন, বহু অযোগ্যদের প্রথমে জব কার্ড প্রাপকের তালিকায় ঢুকিয়ে দেওয়া হয়েছিল। পরে খতিয়ে দেখা যায় এমন অনেকেই তালিকায় আছেন, যাঁদের জব কার্ড পাওয়ার কথাই নয়। মঙ্গলবার আবার ১০০ দিনের কাজের টাকা, আবাসের টাকা চেয়ে যন্তর মন্তরে ধরনায় বসছে তৃণমূল। সেদিন আবার দিল্লিতে থাকছেন শুভেন্দুও। কী কারণে তাঁর এই রাজধানী সফর, চর্চা বিভিন্ন মহলে।

Next Article