‘তাই মাটির বাঁধ ভেঙে যায়’, তৃণমূলকে খোঁচা ‘প্রযুক্তিবিদ’ তথাগত রায়ের

সৈকত দাস |

May 30, 2021 | 11:16 PM

'তাই বাঁধ ভেঙে যায়। তাই প্রতিবছর মেরামত করতে হয়।' বাঁধ ভাঙন নিয়ে প্রশ্ন তুললেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথা বিজেপি নেতা তথাগত রায় (Tathagata Roy)।

তাই মাটির বাঁধ ভেঙে যায়, তৃণমূলকে খোঁচা প্রযুক্তিবিদ তথাগত রায়ের
ফাইল চিত্র

Follow Us

কলকাতা: সুন্দরবন থেকে দিঘা, ঘূর্ণঝড় ইয়াসে (Yaas)-এ ভেঙেছে একের পর এক মাটির বাঁধ। ঝড়ের পর কেটে গিয়েছে চারদিন। ইতিমধ্যে কিছু জায়গায় শুরু হয়েছে বাঁধ মেরামতের কাজ। এই প্রেক্ষিতে বাঁধ ভাঙন নিয়ে প্রশ্ন তুললেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথা বিজেপি নেতা তথাগত রায় (Tathagata Roy)। যদিও এখানে তিনি রাজনীতিক নয় প্রযুক্তিবিদ হিসাবে মন্তব্য করছেন বলে জানালেন দীর্ঘ ফেসবুক পোস্টে।

রবিবার তথগত তাঁর ফেসবুকের দেওয়ালে লিখেছেন, ‘ঝপ ঝপ করে মাটি ফেললেই মাটির বাঁধ হয় না।’ মেট্রো রেলের প্রাক্তন চিফ প্রোজেক্ট ইঞ্জিনিয়র তথাগতের কথায়, “প্রথমে প্রযুক্তিবিদ হিসাবে বলছি, রাজনীতির ছিটেফোঁটাও এর মধ্যে নেই।” তিনি লেখেন, মাটির বাঁধ তৈরি করতে দরকার এঁটেল মাটি ব্যবহার করতে হয়। মাটির ঢেলাগুলিকে ভেঙে দিতে হয়।

যদিও কোনও মাটির বাঁধেরই ঝড়ে বিরুদ্ধে টিকে থাকার ক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন তথাগত। জানান, “বাঁধের জলের দিকে ঢালটার উপরে পাথর বা বোল্ডার বিছিয়ে দিতে হয়, তারপর সেই পাথর যাতে পিছলে নীচে না চলে যায় তার জন্য কংক্রিটের দেয়াল দিয়ে toe protection করতে হয়। তবেই একটা পাকা বন্দোবস্ত হয়। এটাও অনন্তকাল টিকবে না, প্রতি বছর কিছু পাথর দিতে হয়, কড়া নজর রাখতে হয়।”

এর পরেই তথাগত নিশানা করেছেন রাজ্য সরকারকে। তাঁর কথায়, এই মাটির বাঁধের তত্ত্ব যে শুধু তিনিই জানেন এমনটা তো নয়। তার পরেও এসব হওয়ার পিছনে রয়েছে ‘রাজনীতি’।

ফেসবুক পোস্টে বিজেপি নেতা লেখেন, “বর্ষা বা ঝড়ে বাঁধ ভেঙে যাওয়া এবং মাটি বা পাথর দিয়ে সেই বাঁধ পুনর্নির্মাণ করা এক বিশাল, বিশাল আমদানির জায়গা। এই সব ক্ষেত্রে কত মাটি বা পাথর ফেলা হচ্ছে তার কোনও লেখাজোখা হিসাব কিছুই থাকে না।” রাজ্যের শাসক দলের বিরুদ্ধ দুর্নীতির অভিযোগ তুলে তথাগতর কটাক্ষ, ‘তাই বাঁধ ভেঙে যায়। তাই প্রতিবছর মেরামত করতে হয়।’

আরও পড়ুন: সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর অভিযোগে তথাগত রায়ের বিরুদ্ধে এফআইআর 

তথাগতের ফেসবুক পোস্ট নিয়ে তৃণমূলের কারও প্রতিক্রিয়া মেলেনি এখনও।

Next Article